বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল ফুটবলীগ-২০১৫ : যুব সংঘ, ব্রঙ্কস স্টার ও ওজনপার্কের জয়লাভ : মনিরকে লাল কার্ড প্রদর্শন
- প্রকাশের সময় : ১২:২৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০১৫
- / ১০১৪ বার পঠিত
নিউইয়র্ক: বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত চলতি বছরের ফুটবল লীগের দ্বিতীয় সপ্তাহের খেলায় যুব সংঘ, ব্রঙ্কস স্টার ও ওজনপার্ক এফসি জয়লাভ করে পূর্ণ পয়েন্ট পেয়েছে। অপরদিকে সোনার বাংলা ও সন্দ্বীপ স্পোর্টিং ক্লাবের মধ্যকার খেলাটি গোল শূন্য ড্র হওয়ায় উভয় দল পয়েন্ট ভাগাভাগি করেছে। কুইন্সের নিউ টাউন অ্যাথলেটিক মাঠে গত ১০ মে রোববার বিকেলে লীগের চারটি খেলা অনুষ্ঠিত হয়।
দিনের প্রথম খেলায় যুব সংঘ ৩-১ গোলে ব্রঙ্কস ইউনাইটেডকে, দ্বিতীয় খেলায় ব্রঙ্কস স্টার ১-০ গোলে ব্রাদার্স এলায়েন্সকে এবং চতুর্থ খেলায় ওজনপার্ক এফসি ৩-০ গোলে জয়লাভ করে। সন্দ্বীপ স্পোর্টিং ক্লাব ও সোনার বাংলার মধ্যকার তৃতীয় খেলাটি গোল শূন্য ড্র হয়। খেলায় অখেলোয়ারী সুলভ আচরণের জন্য ব্রাদার্স এলায়েন্সের মনিরকে লাল কার্ড প্রদর্শন করা হয়। ফলে লীগের নিয়মানুযায়ী লাল কার্ড পাওয়ার পর মনিরকে মাঠ ত্যাগ করতে হয় এবং পরবর্তী খেলায়ও তিনি অংশ নিতে পারবেন না।
খেলার সংক্ষিপ্ত বিবরণী: যুব সংঘ ও ব্রঙ্কস ইউনাইটের মধ্যে খেলাটি ছিলো উত্তেজনাপূর্ণ। খেলায় ছিলো আক্রমন পাল্টা আক্রমন। খেলার প্রথমার্ধের শুরুতেই যুব সংঘের ষ্ট্রাইকার বাবলু ৪ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে নিয়ে যান (১-০)। এরপর ২১ মিনিটের মাথায় বাবলু আরো একটি গোল করে দলের জয়ের পথ সহজ করেন (২-০)। খেলায় গোল পরিশোধের জন্য ব্রঙ্কস ইউনাইটেড মরিয়া হয়ে উঠলে প্রথম সফল হয় ২৩ মিনিটের সময়। ব্রঙ্কসের পক্ষে সাদিক গোলটি করেন (২-১)। জমে উঠে খেলা। খেলার দ্বিতীয়ার্ধে ব্রঙ্কস ইউনাইটেড বেশ চাপ সৃষ্টি করে খেললেও শেষ পর্যন্ত আর গোল করতে পারেনি। কিন্তু যুব সংঘের আশরাফ খেলার শেষ মূহুর্তে অর্থাৎ ৪২ মিনিটের সময় একটি গোল করে দলের জয় নিশ্চিত করেন (৩-১)।
ব্রঙ্কস স্টার ও ব্রাদার্স এলায়েন্সের মধ্যকার খেলায় ব্রঙ্কস ১-০ গোলে জয়লাভ করে পূর্ণ পয়েন্ট লাভ করে। খেলার প্রথমার্ধের ১৬ মিনিটের সময় ব্রঙ্কসের পক্ষে রকি একমাত্র জয়সূচক গোলটি করেন (১-০)। এই খেলায়ও ছিলো আক্রমন পাল্টা আক্রমন। এছাড়া উভয় দলের খেলোয়ারাও জয়ের প্রত্যাশায় খানিকটা মারমুখী হলে খেলায় একাধিক ফাউল লক্ষ্য করা যায়। খেলার দ্বিতীয়ার্ধে কোন দলই গোল করতে পারেনি। তবে এই অর্ধে অখেলোয়ারী সুলভ আচরণের জন্য ব্রাদার্স এলায়েন্সের মনিরকে লাল কার্ড প্রদর্শন করা হয়। ফলে লীগের নিয়মানুযায়ী লাল কার্ড পাওয়ার পর মনিরকে মাঠ ত্যাগ করতে হয় এবং পরবর্তী খেলায়ও তিনি অংশ নিতে পারবেন না।
সন্দ্বীপ স্পোর্টিং ক্লাব ও সোনার বাংলা’র মধ্যকার খেলাটি গোল শূন্য ড্র হয়। খেলায় আক্রমন পাল্টা আক্রমন থাকলেও তেমন উত্তেজনা ছিলো না। তবে উভয় দল একাধিক গোলে সুযোগ নষ্ট করে।
লীগে নবাগত দুই দল ওজনপার্ক এফসি ও জ্যাকসন হাইটস বাংলাদেশ ক্লাবের মধ্যকার খেলায় ওজনপার্ক ৩-০ গোলে জয়লাভ করে। খেলায় ওজনপার্ক প্রাধান্য বিস্তার করে খেলে জয় ছিনিয়ে নেয় এবং পূর্ণ পয়েন্ট লাভ করে। গোল তিনটি হয় প্রথমার্ধেই। ওজনপার্কের পক্ষে তারেক, মিজান ও জামিল প্রথমার্ধের যথাক্রমে ৭, ২১ ও ২৩ মিনিটের সময় গোলগুলো করেন। খেলার দ্বিতীয়ার্ধে জ্যাকসন হাইটস কিছুটা প্রাধান্য বিস্তার করে খেললেও কোন গোল করতে পারেনি। অপরদিকে ওজনপার্কের রক্ষনাতœক খেলে জয় ধরে রাখে।
মাঠে স্পোর্টস কাউন্সিলের কর্মকর্তাদের মধ্যে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মনজুর আহমেদ চৌধুরী, সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল সহ অন্যান্য কর্মকর্তাদের মধ্যে আনোয়ার হোসেন, ওয়াহিদ কাজী এলিন, সাইকুল ইসলাম, আবু তাহির আসাদ, আব্দুল কাদির লিপু প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে বিশিষ্ট সাংবাদিক মনির হায়দার ও ক্রীড়া সাংবাদিক মনিজা রহমান রোববার খেলার মাঠে উপস্থিত হয়ে লীগের খেলাগুলো উপভোগ করেন এবং প্রবাসে এমন আয়োজনের প্রশংসা করেন।
পরবর্তী খেলা: আগামী ১৭ মে রোববার একই মাঠে লীগের আরো চারটি খেলা অনুষ্ঠিত হবে। দিনের প্রথম খেলায় জ্যাকসন হাইটস বাংলাদেশ ক্লাব ও সন্দ্বীপ স্পোর্টিং ক্লাব, দ্বিতীয় খেলায় ব্রঙ্কস ওয়ারিওর ও ব্রঙ্কস স্টার, তৃতীয় খেলায় ওজনপার্ক এফসি ও আইসাব এফসি এবং চতুর্থ খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ও ব্রাদার্স এলায়েন্স একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।