বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের ফুটবল লীগ শুরু ৩ মে

- প্রকাশের সময় : ০৩:৩৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০১৫
- / ৮১৬ বার পঠিত
নিউইয়র্ক: বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা অয়োজিত চলতি বছরের ফুটবল লীগ আগামী ৩ মে রোববার থেকে শুরু হচ্ছে। এবারের লীগে নিউইয়র্কের ১০টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে: সোনার বাংলা, ওজপার্ক এফসি, ব্রঙ্কস ওয়ারিওর, ব্রঙ্কস ইউনাইটেড, যুব সংঘ, ব্রাদার্স এলায়েন্স, ব্রঙ্কস স্টার, আইসাব এফসি, জ্যাকসন হাইটস বিসি ও সন্দ্বীপ এসসি।
স্পোর্টস কাউন্সিলের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান ও সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল ইউএনএ প্রতিনিধিকে জানান, প্রতিবছরের মতো চলতি বছরও ফুটবল লীগ ও টুর্নামেন্ট ২০১৫-এর আয়োজন করা হচ্ছে। আগামী ৩ মে থেকে এই লীগ ও টুর্নামেন্ট শুরু হচ্ছে। কুইন্সের নিউ টাউন অ্যাথলেটিক মাঠে (কুইন্স বুলেভার্ড সংলগ্ন মেসি মলে বিপরীতে) লীগ ও টুর্নামেন্টের খেলাগুলো সপ্তাহের প্রতি রোববার বিকেল সোয়া তিনটা থেকে শুরু হয়ে ৩টি বা ৪টি করে খেলা অনুষ্ঠিত হবে।
লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন। এছাড়া বিশেষ অতিথি থাকবেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল শামীম আহসান ও বাংলাদেশ সোসাইটি ইন্ক নিউইয়র্কের সভাপতি আজমল হোসেন কুনু।
লীগ ও টুর্নামেন্টর সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৭ সেপ্টেম্বর। আর ফাইনাল খেলা হবে ১৩ সেপ্টেম্বর রোববার। লীগের পৃষ্ঠপোষকরা হচ্ছেন: বিশিষ্ট ব্যবসায়ী সামসুল আবদীন, এটনী মঈন চৌধুরী, ফাতেমা ব্রাদার্স গ্রুপের চেয়ারম্যান আলহাজ সামসুল ইসলাম এবং রিয়েল এস্টেট ব্যবসায়ী মইনুল ইসলাম ও মোহাম্মদ আনোয়ার হোসেন।