বাংলাদেশের জয়, ক্ষমা চাইলেন রিচার্ডসন

- প্রকাশের সময় : ০৬:১৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২
- / ৬৬ বার পঠিত
ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন মার্ক রিচার্ডসন। মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম দিন বাংলাদেশের পরাজয় নিশ্চিত ধরে ভবিষ্যদ্বাণী করেছিলেন সাবেক এই কিউই ওপেনার।
ম্যাচের প্রথম দিন তিনি দাবি করেছিলেন, নিউজিল্যান্ড ম্যাচটি সহজেই জিততে যাচ্ছে। অথচ চতুর্থ দিনের খেলা শেষে নিউজিল্যান্ড আছে হারের শঙ্কায়, জয়ের আলো দেখতে পায় বাংলাদেশ।
স্পার্ক স্পোর্টস টিভির বিশ্লেষণী আলোচনায় রিচার্ডসন তাই বাংলাদেশি সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, ‘নিউজিল্যান্ড তখন ১ উইকেটে ৬৬ রানে ছিলো। তখন আমি বলেছিলাম, বাংলাদেশ এই টেস্ট হারতে যাচ্ছে। এখান থেকে নিউজিল্যান্ড সহজ জয়ের পথেই এগোচ্ছে।’
‘আমি এখন ক্ষমা চাইছি বাংলাদেশি দর্শকদের কাছে। কারণ, ওই মুহূর্ত থেকে সারা বিকেল বাংলাদেশই দাপট দেখিয়েছে। ওরা এখন যে অবস্থানে আছে, সে জন্য তাদের কৃতিত্ব দিতেই হয়।’
উল্লেখ্য, টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের ঘরের মাঠে জয় পেয়েছে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস গড়ল টাইগাররা। সাদা পোশাকে রঙিন মুমিনুল হকের দল। সকালের রক্তিম সূর্য উকি দেয়ার আগেই যে রঙ ছড়িয়ে পড়ল বাংলাদেশ ক্রিকেটে। এ জয়টি যে বড্ড বেশি প্রয়োজন ছিলো দেশের ক্রিকেটের জন্য।
ম্যাচের প্রথম ইনিংসে কিউইদের ৩২৮ রানে আটকে দেয় বাংলাদেশ। পরে নিজেরা স্কোর বোর্ডে তোলে ৪৫৮ রান। এতে ১৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ব্ল্যাকক্যাপসরা। তবে টাইগার বোলারদের বোলিং তোপে সুবিধা করতে পারেনি স্বাগতিক শিবির। এবার অলআউট হয় ১৬৯ রানে। এতে ৪০ রানের লক্ষ্য দাঁড়ায় বাংলাদেশের সামনে। ম্যাচের পঞ্চম ও শেষ দিনে সে লক্ষ্যে ৮ উইকেট হাতে রেখেই পৌঁছে যায় বাংলাদেশ।