বিজ্ঞাপন :
পোল্যান্ডের কাছে হেরেও এশিয়ার প্রতিনিধি হিসেবে টিকে রইল জাপান
রিপোর্ট:
- প্রকাশের সময় : ০৮:২০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮
- / ৬০০ বার পঠিত
হককথা ডেস্ক: রাশিয়া বিশ্বকাপের প্রথম রাউন্ডে পোল্যান্ডের কাছে হেরেও এশিয়ার দলগুলোর মধ্য থেকে শেষ ষোলোতে একমাত্র প্রতিনিধি হিসেবে থাকল জাপান। বৃহস্পতিবার (২৮ জুন) ৫৯ মিনিটে জ্যান বেডনারেকের করা একমাত্র গোলে পোল্যান্ডের কাছে ১-০ ব্যবধানে হেরেছে দলটি। তবে অপর ম্যাচে কলম্বিয়ার কাছে সেনেগাল সমান ব্যবধানে হেরে যায়। এতে সমান পয়েন্ট ও সমান গোল ব্যবধান নিয়েও ফেয়ার প্লেতে বাদ পড়ে যায় সেনেগাল।
গ্রুপ পর্বের সবকটি ম্যাচ শেষে কলম্বিয়ার পয়েন্ট ৬, দলটি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে খেলবে শেষ ষোলোতে। অপরদিকে সেনেগাল ও জাপানের পয়েন্ট সমান চার করে। দু’দলের গোল ব্যবধানও একই কিন্তু। কিন্তু স্বচ্ছ্বতার পুরস্কার হিসেবে জাপান গেল নকআউট পর্বে।