নিউইয়র্ক ১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছেন সাকিব

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১০:০৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১
  • / ১১ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই টেস্ট দিয়ে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আবারো জাতীয় দলের হয়ে দেখা যাবে দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন সাকিব। যে কারণে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও প্রথম টেস্টে খেলতে পারেননি সাকিব।

তবে কাল মিরপুরে তিন বছর পর টেস্ট খেলতে নামবেন সাকিব। সর্বশেষ ২০১৮ সালের ৩০ নভেম্বর মিরপুরের ভেন্যুতে দেশের হয়ে টেস্ট খেলেছিলেন সাকিব।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ছিলো সেটি। ঐ টেস্টের অধিনায়ক ছিলেন সাকিব। ম্যাচটি ইনিংস ও ১৮৪ রানে জিতেছিলো বাংলাদেশ। ঐ ম্যাচে ব্যাট হাতে প্রথম ইনিংসে ৮০ রান করেছিলেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজ ইনিংস ব্যবধানে হারায় ম্যাচে দ্বিতীয়বার ব্যাট করতে হয়নি বাংলাদেশকে। বল হাতে প্রথম ইনিংসে ৩ ও দ্বিতীয় ইনিংসে ১ উইকেট নেন সাকিব।

ঐ ম্যাচের পর মিরপুরের ভেন্যুতে মাত্র ৩ টেস্ট খেলেছে বাংলাদেশ। মিরপুরের ভেন্যুতে এ পর্যন্ত ১৭ ম্যাচে ব্যাট হাতে ১টি সেঞ্চুরি ও ৯টি হাফ-সেঞ্চুরিতে ৪৫ দশমিক ২৭ গড়ে ১৩১৩ রান করেছেন সাকিব। বল হাতে ৬৩ উইকেট শিকার করেছেন সাকিব। ইনিংসে পাঁচবার ও ম্যাচে ১০বার পাঁচ বা ততোধিক উইকেট নেন তিনি।

এ বছরের ফেব্রুয়ারিতে দেশের হয়ে চট্টগ্রামের মাঠে সর্বশেষ টেস্ট খেলেছিলেন সাকিব। কাইল মায়ার্সের অপরাজিত ২১০ রানের সুবাদে নাটকীয়ভাবে ঐ টেস্টটি ৩ উইকেটে জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছেন সাকিব

প্রকাশের সময় : ১০:০৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১

ক্রীড়া ডেস্ক : মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই টেস্ট দিয়ে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আবারো জাতীয় দলের হয়ে দেখা যাবে দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন সাকিব। যে কারণে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও প্রথম টেস্টে খেলতে পারেননি সাকিব।

তবে কাল মিরপুরে তিন বছর পর টেস্ট খেলতে নামবেন সাকিব। সর্বশেষ ২০১৮ সালের ৩০ নভেম্বর মিরপুরের ভেন্যুতে দেশের হয়ে টেস্ট খেলেছিলেন সাকিব।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ছিলো সেটি। ঐ টেস্টের অধিনায়ক ছিলেন সাকিব। ম্যাচটি ইনিংস ও ১৮৪ রানে জিতেছিলো বাংলাদেশ। ঐ ম্যাচে ব্যাট হাতে প্রথম ইনিংসে ৮০ রান করেছিলেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজ ইনিংস ব্যবধানে হারায় ম্যাচে দ্বিতীয়বার ব্যাট করতে হয়নি বাংলাদেশকে। বল হাতে প্রথম ইনিংসে ৩ ও দ্বিতীয় ইনিংসে ১ উইকেট নেন সাকিব।

ঐ ম্যাচের পর মিরপুরের ভেন্যুতে মাত্র ৩ টেস্ট খেলেছে বাংলাদেশ। মিরপুরের ভেন্যুতে এ পর্যন্ত ১৭ ম্যাচে ব্যাট হাতে ১টি সেঞ্চুরি ও ৯টি হাফ-সেঞ্চুরিতে ৪৫ দশমিক ২৭ গড়ে ১৩১৩ রান করেছেন সাকিব। বল হাতে ৬৩ উইকেট শিকার করেছেন সাকিব। ইনিংসে পাঁচবার ও ম্যাচে ১০বার পাঁচ বা ততোধিক উইকেট নেন তিনি।

এ বছরের ফেব্রুয়ারিতে দেশের হয়ে চট্টগ্রামের মাঠে সর্বশেষ টেস্ট খেলেছিলেন সাকিব। কাইল মায়ার্সের অপরাজিত ২১০ রানের সুবাদে নাটকীয়ভাবে ঐ টেস্টটি ৩ উইকেটে জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।