নিউইয়র্ক ০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নতুন ক্রিকেট টিম দ্য সুপারনোভা’র আতœপ্রকাশ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:২৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মে ২০১৮
  • / ১৪৬০ বার পঠিত

নিউইয়র্ক (ইউএনএ): অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নিউইয়র্কে আতœপ্রকাশ করলো বাংলাদেশী-আমেরিকান ক্রিকেটারদের নিয়ে গড়া নতুন ক্রিকেট টিম দ্য সুপারনোভা। এ উপলক্ষ্যে বুধবার রাতে জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে ক্রিকেট টিমটি’র ঘোষণা দেন এর স্বত্ত্বাধিকারী ও প্রেসিডেন্ট মোহাম্মদ রহমান সায়েম এসময় তিনি বলেন, নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশী-আমেরিকান ক্রিকেটারদের প্রতিভার বিকাশ এবং আগামী দিনে যুক্তরাষ্ট্রের মূলধারায় ক্রিকেটে নিজেদের অবস্থানকে তুলে ধরতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, আগামী দিনে যদি একজন ক্রিকেটারও মূলধারায় খেলার যোগ্য অর্জণ করে তাহলে সেটাই হবে আমাদের স্বার্থকতা। নতুন ক্রিকেট টিম পরিচালনায় তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে দ্য সুপারনোভা ক্রিকেট টিমের কর্মকর্তা ও খেলোয়ারদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন ম্যানেজার ও ব্যাটসম্যান আফজাল, সহ অধিনায়ক শাহেদ, সাবা চৌধুরী সহ আরো অনেকে। খবর ইউএনএ’র।
পরে মোহাম্মদ রহমান সায়েম অনুষ্ঠানে উপস্থিত দ্য সুপারনোভা ক্রিকেট টিমের প্রধান স্পন্সর কোয়ালিটি কেয়ার মেডিসিন-এর কর্ণধার ডা. মোসাম্মৎ রওনক জাহান সহ টিমের খেলোয়ারদের পরিচয় করিয়ে দেন।
দ্য সুপারনোভা ক্রিকেট টিমের কর্মকর্তা ও খেলোয়ারগণ হচ্ছেন: মোহাম্মদ রহমান সায়েম (স্বত্ত্বাধিকারী), আফজাল (ম্যানেজার/ব্যাটসম্যান), নাহিদ (ম্যানেজার/ব্যাটসম্যান), জাকারিয়া (ক্যাপ্টেন/অল রাউন্ডার), সায়েদ (ভাইস ক্যাপ্টেন/অল রাউন্ডার),  রানা (ব্যাটসম্যান), ইকবাল (অল রাউন্ডার), সালাউদ্দিন (ব্যাটসম্যান), আলী (অলরাউন্ডার), জাকির (অলরাউন্ডার), রাফি (উইকেট কিপার/ব্যাটসম্যান), আশরাফুল (ব্যাটসম্যান), সোহাগ (ব্যাটসম্যান), জুবেল  (বোলার), পিপু  (বোলার), সাফায়েত (বোলার) এবং সামাদ (বোলার)।
উল্লেখ্য, কোয়ালিটি কেয়ার মেডিসিন শীঘ্রই নিউইয়র্ক সিটির ওজনপার্কে তাদের সেবা চালু করতে যাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

About Author Information

নতুন ক্রিকেট টিম দ্য সুপারনোভা’র আতœপ্রকাশ

প্রকাশের সময় : ০৭:২৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মে ২০১৮

নিউইয়র্ক (ইউএনএ): অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নিউইয়র্কে আতœপ্রকাশ করলো বাংলাদেশী-আমেরিকান ক্রিকেটারদের নিয়ে গড়া নতুন ক্রিকেট টিম দ্য সুপারনোভা। এ উপলক্ষ্যে বুধবার রাতে জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে ক্রিকেট টিমটি’র ঘোষণা দেন এর স্বত্ত্বাধিকারী ও প্রেসিডেন্ট মোহাম্মদ রহমান সায়েম এসময় তিনি বলেন, নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশী-আমেরিকান ক্রিকেটারদের প্রতিভার বিকাশ এবং আগামী দিনে যুক্তরাষ্ট্রের মূলধারায় ক্রিকেটে নিজেদের অবস্থানকে তুলে ধরতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, আগামী দিনে যদি একজন ক্রিকেটারও মূলধারায় খেলার যোগ্য অর্জণ করে তাহলে সেটাই হবে আমাদের স্বার্থকতা। নতুন ক্রিকেট টিম পরিচালনায় তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে দ্য সুপারনোভা ক্রিকেট টিমের কর্মকর্তা ও খেলোয়ারদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন ম্যানেজার ও ব্যাটসম্যান আফজাল, সহ অধিনায়ক শাহেদ, সাবা চৌধুরী সহ আরো অনেকে। খবর ইউএনএ’র।
পরে মোহাম্মদ রহমান সায়েম অনুষ্ঠানে উপস্থিত দ্য সুপারনোভা ক্রিকেট টিমের প্রধান স্পন্সর কোয়ালিটি কেয়ার মেডিসিন-এর কর্ণধার ডা. মোসাম্মৎ রওনক জাহান সহ টিমের খেলোয়ারদের পরিচয় করিয়ে দেন।
দ্য সুপারনোভা ক্রিকেট টিমের কর্মকর্তা ও খেলোয়ারগণ হচ্ছেন: মোহাম্মদ রহমান সায়েম (স্বত্ত্বাধিকারী), আফজাল (ম্যানেজার/ব্যাটসম্যান), নাহিদ (ম্যানেজার/ব্যাটসম্যান), জাকারিয়া (ক্যাপ্টেন/অল রাউন্ডার), সায়েদ (ভাইস ক্যাপ্টেন/অল রাউন্ডার),  রানা (ব্যাটসম্যান), ইকবাল (অল রাউন্ডার), সালাউদ্দিন (ব্যাটসম্যান), আলী (অলরাউন্ডার), জাকির (অলরাউন্ডার), রাফি (উইকেট কিপার/ব্যাটসম্যান), আশরাফুল (ব্যাটসম্যান), সোহাগ (ব্যাটসম্যান), জুবেল  (বোলার), পিপু  (বোলার), সাফায়েত (বোলার) এবং সামাদ (বোলার)।
উল্লেখ্য, কোয়ালিটি কেয়ার মেডিসিন শীঘ্রই নিউইয়র্ক সিটির ওজনপার্কে তাদের সেবা চালু করতে যাচ্ছে।