নিউইয়র্ক ০৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

দুই ভারতীয়র বীরত্বে জয় বঞ্চিত ভারত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:১৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
  • / ২৫ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : কানপুর টেস্টের শেষ দিনে নিউজিল্যান্ডে লক্ষ্য ছিল পরিষ্কার। টেস্ট ড্র করতে হলে ৯ উইকেট নিয়ে শেষ করতে হবে তিন সেশন। এমন সমীকরণে ম্যাচের শেষ পর্যায়ে হাল ধরেন দুই ভারতীয় বংশধূত আজাজ প্যাটেল ও রাচিন রাবিন্দ্র। তাদের দৃঢ়তায় জয় বঞ্চিত হয় ভারত।

প্রতিপক্ষ ছিলেন ভারতের স্পিন ত্রয়ী আক্সার প্যাটেল, রভিন্দ্র জাদেজা ও রভিচন্দ্রন আশউইন। পুরো দিনে ৯৪ ওভার খেলা শেষে ম্যাচ ড্র করতে সমর্থ্য হয় নিউজিল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে ২৮৪ রানের জয়ের লক্ষ্যে নেমে চতুর্থ দিন শেষে এক উইকেট হারিয়ে বোর্ডে চার রান যোগ করে সফরকারী দল।

শেষ দিনে ভারতের স্পিন ত্রয়ীর সামনে জয়টা অসম্ভই ছিল ব্ল্যাকক্যাপদের জন্য। তাই পুরো দিন টিকে থেকে ড্রয়ের লক্ষ্যে খেলতে থাকা তারা।

নাইটওয়াচম্যান উইলিয়াম সমারভিলের সঙ্গে নিয়ে দিন শুরু করে টম লেইথাম গড়েন ৭৬ রানের জুটি। সমারভিল ৩৬ রান করে আউট হন। তবে এ জুটি উইকেটে কাটায় প্রায় ৩০ ওভার।

অধিনায়ক কেইন উইলিয়ামসনকে নিয়ে আরেকটি ধীরগতির জুটি গড়েন লেইথাম। হাফ সেঞ্চুরি করে ৫২ রানে আউট হয়ে যান তিনি।

এরপর রস টেইলর, হেনরি নিকোলস ও উইলিয়ামসন ছয় ওভারের মধ্যে ফিরে গেলে চালকের আসনে বসে ভারত।

শেষ চার উইকেটে ৩০ ওভার টিকে থাকে সফরকারী দল। যার মূল কৃতিত্ব টম ব্লান্ডল ও রাচিন রাভিন্দ্রার। ৩০ বলে ৫ রান করেন ব্লান্ডল।

আর রাভিন্দ্রা ৯১ বলে ১৮ করে অপরাজিত থাকেন। শেষ জুটিতে আজাজ প্যাটেলকে নিয়ে ৮ ওভার চার বল টিকে থাকেন তিনি।

প্যাটেল অপরাজিত থাকেন ২৩ বলে ২ রান করে। ৯ উইকেটে ১৬৫ রান নিয়ে দিন শেষ করে নিউজিল্যান্ড।

ভারতের হয়ে আশউইন ৩টি ও জাডেজা ৪টি উইকেট নিলেও দলের জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মুম্বাইয়ে। ৩ ডিসেম্বর শুরু হবে এ ম্যাচ।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

দুই ভারতীয়র বীরত্বে জয় বঞ্চিত ভারত

প্রকাশের সময় : ০৭:১৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১

ক্রীড়া ডেস্ক : কানপুর টেস্টের শেষ দিনে নিউজিল্যান্ডে লক্ষ্য ছিল পরিষ্কার। টেস্ট ড্র করতে হলে ৯ উইকেট নিয়ে শেষ করতে হবে তিন সেশন। এমন সমীকরণে ম্যাচের শেষ পর্যায়ে হাল ধরেন দুই ভারতীয় বংশধূত আজাজ প্যাটেল ও রাচিন রাবিন্দ্র। তাদের দৃঢ়তায় জয় বঞ্চিত হয় ভারত।

প্রতিপক্ষ ছিলেন ভারতের স্পিন ত্রয়ী আক্সার প্যাটেল, রভিন্দ্র জাদেজা ও রভিচন্দ্রন আশউইন। পুরো দিনে ৯৪ ওভার খেলা শেষে ম্যাচ ড্র করতে সমর্থ্য হয় নিউজিল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে ২৮৪ রানের জয়ের লক্ষ্যে নেমে চতুর্থ দিন শেষে এক উইকেট হারিয়ে বোর্ডে চার রান যোগ করে সফরকারী দল।

শেষ দিনে ভারতের স্পিন ত্রয়ীর সামনে জয়টা অসম্ভই ছিল ব্ল্যাকক্যাপদের জন্য। তাই পুরো দিন টিকে থেকে ড্রয়ের লক্ষ্যে খেলতে থাকা তারা।

নাইটওয়াচম্যান উইলিয়াম সমারভিলের সঙ্গে নিয়ে দিন শুরু করে টম লেইথাম গড়েন ৭৬ রানের জুটি। সমারভিল ৩৬ রান করে আউট হন। তবে এ জুটি উইকেটে কাটায় প্রায় ৩০ ওভার।

অধিনায়ক কেইন উইলিয়ামসনকে নিয়ে আরেকটি ধীরগতির জুটি গড়েন লেইথাম। হাফ সেঞ্চুরি করে ৫২ রানে আউট হয়ে যান তিনি।

এরপর রস টেইলর, হেনরি নিকোলস ও উইলিয়ামসন ছয় ওভারের মধ্যে ফিরে গেলে চালকের আসনে বসে ভারত।

শেষ চার উইকেটে ৩০ ওভার টিকে থাকে সফরকারী দল। যার মূল কৃতিত্ব টম ব্লান্ডল ও রাচিন রাভিন্দ্রার। ৩০ বলে ৫ রান করেন ব্লান্ডল।

আর রাভিন্দ্রা ৯১ বলে ১৮ করে অপরাজিত থাকেন। শেষ জুটিতে আজাজ প্যাটেলকে নিয়ে ৮ ওভার চার বল টিকে থাকেন তিনি।

প্যাটেল অপরাজিত থাকেন ২৩ বলে ২ রান করে। ৯ উইকেটে ১৬৫ রান নিয়ে দিন শেষ করে নিউজিল্যান্ড।

ভারতের হয়ে আশউইন ৩টি ও জাডেজা ৪টি উইকেট নিলেও দলের জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মুম্বাইয়ে। ৩ ডিসেম্বর শুরু হবে এ ম্যাচ।