ক্রীড়া ডেস্ক : তাসকিন আহমেদ সেঞ্চুরিয়নে রীতিমতো আগুনই ঝরিয়েছেন। প্রথমে ভেরেইনা, ইয়ানেমান মালান, ডোয়াইন প্রিটোরিয়াসকে ফিরিয়ে কাঁপন ধরিয়েছিলেন দক্ষিণ আফ্রিকানদের বুকে। নিজের অস্টম ওভারে বল করতে এসে জোড়া আঘাত হেনে ফিরিয়েছেন ডেভিড মিলার ও কাসিগো রাবাদাকে। তাসকিনের ঝড়ো বোলিংয়ে প্রোটিয়াদের সংগ্রহ বড় হয়নি। ৩৬ ওভার ৫ বলে সব উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৫৪ রান।
তাসকিনের ওয়ানডে ক্যারিয়ার তার শুরুই হয়েছিল ৫ উইকেট দিয়ে। সেটাও ভারতের মতো দলের বিপক্ষে। তবে এরপর ৪৭ ওয়ানডেতে ফাইফারের দেখা পাননি তিনি।
অবশেষে সেই আক্ষেপ ঘুচলো টাইগার গতিতারকার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ (বুধবার) সেঞ্চুরিয়ানে আগুন ঝরানো বোলিংয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট তুলে নিয়েছেন তাসকিন।
হককথা/এমউএ