টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ধোনির
- প্রকাশের সময় : ১২:৪৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০১৪
- / ১১৪৩ বার পঠিত
মহেন্দ্র সিং ধোনির টেস্ট অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন অনেক দিন ধরেই। ভারতের অনেক সাবেক ক্রিকেটারের কণ্ঠেই ঝরেছে ধোনির অধিনায়কত্ব নিয়ে সমালোচনা। তবে কেউ নিশ্চয় ভাবেননি, এভাবে আকস্মিকভাবে টেস্ট থেকেই অবসর নেবেন ভারত অধিনায়ক! মেলবোর্ন টেস্টের পর হঠাৎই ধোনি জানিয়েছেন—বিদায় টেস্ট!
বিষয়টি নিশ্চিত করে এরই মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ধোনি। এ সিদ্ধান্ত কার্যকর হবে অনতিবিলম্বে।’ ভারতীয় ক্রিকেটে রীতিমতো ধাক্কা হয়ে এসেছে ধোনির এ সিদ্ধান্ত। তিনি এখন ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণেই মনোযোগ দেবেন। এর আগে ধোনি বিভিন্ন সময় জানিয়েছিলেন, ওয়ানডের আগে টেস্টকে বিদায় জানাবেন। কিন্তু এমন আকস্মিকভাবে, সেটি হয়তো কেউ ভাবেননি। বলা হচ্ছে, সিরিজের মাঝপথে হঠাৎ অধিনায়কের অবসর ঘোষণা ভারতের টেস্ট ইতিহাসে এটাই প্রথম। জানুয়ারির ৬ তারিখ থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি।