নিউইয়র্ক ০৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

জয় দিয়ে ক্রোয়েশিয়ার রাশিয়া বিশ্বকাপ শুরু

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:০৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮
  • / ৫৭২ বার পঠিত

হককথা ডেস্ক: বিশ্বকাপে শুরুর ম্যাচের গেরো কাটিয়েছে ক্রোয়েশিয়া। মারিও মানজুকিচ ও লুকা মদ্রিচদের নৈপুণ্যে জয় দিয়ে ফুটবলের সবচেয়ে বড় আসর শুরু করেছে ইউরোপের দলটি। আক্রমণে খুব একটা পিছিয়ে না থাকলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় হেরে গেছে নাইজেরিয়া। কালিনিনগ্রাদে ডি গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে ক্রোয়েশিয়া। আগের তিন আসরেই নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল তারা। দুই অর্ধের দুই গোলে সেই গেরো কাটলো এবার। শনিবার (১৬ জুন) ক্রোয়েশিয়া ও নাইজেরিয়ার মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।

বিশ্বকাপে তো বটেই এই প্রথম ফুটবলে মুখোমুখি হল ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া। একই ফরমেশনে, একই মেজাজে খেলেছে দল দুটি। সুযোগ হাতছাড়ার ক্ষেত্রেও ছিল সমানে সমান। দুই দল অসংখ্যবার চেষ্টা করে লক্ষ্যে রাখতে পেরেছে মোটে দুটি করে শট।
প্রথম অর্ধের ৩২তম মিনিটে মদ্রিচের কর্নারে ইভান স্ট্রিনিচের হেড নাইজেরিয়ার অঘেনেকারো এতেবোর পায়ে লেগে দিক পাল্টে বল জড়ায় জালে। নাইজেরিয়ার জালে গত বিশ্বকাপের শেষ গোলটিও ছিল আত্মঘাতী।
দ্বিতীয় অর্ধে এক কর্নারের সময় মানজুকিচকে উইলিয়ামস ট্রস্ট-একং পিছন থেকে দুই হাতে জড়িয়ে ধরে রাখলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পোস্ট ঘেঁষে গড়ানো জোরালো স্পট কিকে ব্যবধান বাড়ান রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার মদ্রিচ। শনিবারের ৪ ম্যাচে এটি ছিল সব মিলিয়ে ৫ম পেনাল্টি। বিশ্বকাপে এক দিনে সর্বোচ্চ পেনাল্টি ৬টি। এর আগে ডি গ্রুপের প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে আর্জেন্টিনা। (প্রতিদিনের সংবাদ)

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

About Author Information

জয় দিয়ে ক্রোয়েশিয়ার রাশিয়া বিশ্বকাপ শুরু

প্রকাশের সময় : ০৫:০৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮

হককথা ডেস্ক: বিশ্বকাপে শুরুর ম্যাচের গেরো কাটিয়েছে ক্রোয়েশিয়া। মারিও মানজুকিচ ও লুকা মদ্রিচদের নৈপুণ্যে জয় দিয়ে ফুটবলের সবচেয়ে বড় আসর শুরু করেছে ইউরোপের দলটি। আক্রমণে খুব একটা পিছিয়ে না থাকলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় হেরে গেছে নাইজেরিয়া। কালিনিনগ্রাদে ডি গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে ক্রোয়েশিয়া। আগের তিন আসরেই নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল তারা। দুই অর্ধের দুই গোলে সেই গেরো কাটলো এবার। শনিবার (১৬ জুন) ক্রোয়েশিয়া ও নাইজেরিয়ার মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।

বিশ্বকাপে তো বটেই এই প্রথম ফুটবলে মুখোমুখি হল ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া। একই ফরমেশনে, একই মেজাজে খেলেছে দল দুটি। সুযোগ হাতছাড়ার ক্ষেত্রেও ছিল সমানে সমান। দুই দল অসংখ্যবার চেষ্টা করে লক্ষ্যে রাখতে পেরেছে মোটে দুটি করে শট।
প্রথম অর্ধের ৩২তম মিনিটে মদ্রিচের কর্নারে ইভান স্ট্রিনিচের হেড নাইজেরিয়ার অঘেনেকারো এতেবোর পায়ে লেগে দিক পাল্টে বল জড়ায় জালে। নাইজেরিয়ার জালে গত বিশ্বকাপের শেষ গোলটিও ছিল আত্মঘাতী।
দ্বিতীয় অর্ধে এক কর্নারের সময় মানজুকিচকে উইলিয়ামস ট্রস্ট-একং পিছন থেকে দুই হাতে জড়িয়ে ধরে রাখলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পোস্ট ঘেঁষে গড়ানো জোরালো স্পট কিকে ব্যবধান বাড়ান রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার মদ্রিচ। শনিবারের ৪ ম্যাচে এটি ছিল সব মিলিয়ে ৫ম পেনাল্টি। বিশ্বকাপে এক দিনে সর্বোচ্চ পেনাল্টি ৬টি। এর আগে ডি গ্রুপের প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে আর্জেন্টিনা। (প্রতিদিনের সংবাদ)