ক্রিকেটার মাশরাফির ভাইকে পিটিয়ে আহত

- প্রকাশের সময় : ১২:৩০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০১৫
- / ১৪৯০ বার পঠিত
ঢাকা: ক্রিকেট খেলার সময় জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ছোট ভাই সিজারকে (২০) পিটিয়েছে কয়েক যুবক। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে এ ঘটনা ঘটে। তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সুলতান মঞ্চ চত্বরে মানিক-চয়ন স্মৃতি সংসদ প্রয়াত ক্রীড়া সংগঠক মহিদুর রহমান পান্না স্মরণে ১২ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে।
স্থানীয় শুভেচ্ছা ক্লাবের হয়ে সিজার খেলায় অংশ নেন। খেলা চলাকালে হঠাৎ পূর্ব শত্রুতার জের ধরে নড়াইল পৌরসভার ভওয়াখালি গ্রামের হামিনুর রহমানের ছেলে রামিম ও তার কয়েকজন সঙ্গী লাঠি নিয়ে সিজারকে বেদম পিটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুরুতর অবস্থায় সিজারকে তার বন্ধুরা সদর হাসপাতালে ভর্তি করে।
নড়াইল সদর থানার ওসি মো. রেজাউল করীম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে, মাশরাফির মা হামিদা মর্তুজা ঘটনার সঙ্গে জড়িতদের আটক করে আইনের আওতায় নেওয়ার দাবি জানিয়েছেন।