বিজ্ঞাপন :
ক্রিকেটজগতে ক্যাচ ঘিরে বিতর্ক
![](https://hakkatha.com/wp-content/uploads/2024/05/hakkathafav.png)
রিপোর্ট:
- প্রকাশের সময় : ১১:৫৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০১৫
- / ৬৩৫ বার পঠিত
অস্ট্রেলিয়ার ঘরোয়া বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডার ও মেলবোর্ন স্টারের ম্যাচে একটি ক্যাচ নিয়ে বিতর্ক তুঙ্গে। ওটা ক্যাচ না ছয় তা নিয়ে ভাবতে বাধ্য হচ্ছে ক্রিকেটবিশ্ব। এই ক্যাচ নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞরা দ্বিধাবিভক্ত। যদিও আইসিসির নিয়মে তা ক্যাচের স্বীকৃতি পেয়েছে। ফলে ব্যাটসম্যানকে আউট ঘোষণা করা হয়েছে।
মেলবোর্নের অধিনায়ক ক্যামরন বাইট স্পিনার নাথন হ্যারিটেজের বলে স্লগ সুইপ করেন। কিন্তু বাউন্ডারির কাছে সিডনির জোস লেলোর দুরন্তভাবে লাফিয়ে বাউন্ডারির ভেতরেই বলটি ক্যাচ করার চেষ্টা করেন। কিন্তু তিনি নিজে বাউন্ডারির বাইরে চলে যাচ্ছেন বুঝে বলটি আবার ভেতরে ছুড়ে দিয়ে ফের বাউন্ডারির বাইরে থেকে এসে ক্যাচটি ধরেন।
বাইট অবশ্য আউট ঘোষিত হওয়ার পরও ওটিকে ক্যাচ মানতে নারাজ। কারণ, ফিল্ডার যখন শেষবার বলটিকে ছুঁয়েছিলেন তখন তিনি বাউন্ডারির বাইরে। তাই এটি ছয় হওয়া উচিত ছিল।
আইসিসির নিয়ম অনুযায়ী, ফিল্ডার বাউন্ডারির মধ্যে আর বল বাইরে। কিন্তু যদি বল মাটিতে পড়ার আগেই ফিল্ডার তা ধরে ফেলেন এবং তিনি বাউন্ডারির মধ্যে থাকেন তবে ব্যাটসম্যানকে আউট ঘোষণা করা হবে।
এ ছাড়াও বল ক্যাচ করতে ফিল্ডার বাউন্ডারির বাইরে চলে এলেও তাঁর শরীরের কোনো অংশ মাটি স্পর্শ না করে এবং ক্যাচটি ধরে বাউন্ডারির মধ্যে থাকলে ব্যাটসম্যান আউট হবেন।
মেলবোর্নের অধিনায়ক ক্যামরন বাইট স্পিনার নাথন হ্যারিটেজের বলে স্লগ সুইপ করেন। কিন্তু বাউন্ডারির কাছে সিডনির জোস লেলোর দুরন্তভাবে লাফিয়ে বাউন্ডারির ভেতরেই বলটি ক্যাচ করার চেষ্টা করেন। কিন্তু তিনি নিজে বাউন্ডারির বাইরে চলে যাচ্ছেন বুঝে বলটি আবার ভেতরে ছুড়ে দিয়ে ফের বাউন্ডারির বাইরে থেকে এসে ক্যাচটি ধরেন।
বাইট অবশ্য আউট ঘোষিত হওয়ার পরও ওটিকে ক্যাচ মানতে নারাজ। কারণ, ফিল্ডার যখন শেষবার বলটিকে ছুঁয়েছিলেন তখন তিনি বাউন্ডারির বাইরে। তাই এটি ছয় হওয়া উচিত ছিল।
আইসিসির নিয়ম অনুযায়ী, ফিল্ডার বাউন্ডারির মধ্যে আর বল বাইরে। কিন্তু যদি বল মাটিতে পড়ার আগেই ফিল্ডার তা ধরে ফেলেন এবং তিনি বাউন্ডারির মধ্যে থাকেন তবে ব্যাটসম্যানকে আউট ঘোষণা করা হবে।
এ ছাড়াও বল ক্যাচ করতে ফিল্ডার বাউন্ডারির বাইরে চলে এলেও তাঁর শরীরের কোনো অংশ মাটি স্পর্শ না করে এবং ক্যাচটি ধরে বাউন্ডারির মধ্যে থাকলে ব্যাটসম্যান আউট হবেন।
Tag :