নিউইয়র্ক ০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ওজনপার্ক ও ব্রাদার্স’র জয় ॥ ব্রঙ্কস ইউনাইটেড ও সোনার বাংলা’র পয়েন্ট ভাগাভাগি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:১৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০১৭
  • / ১১২৯ বার পঠিত

নিউইয়র্ক: বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র আয়োজিত চলতি বছরের এক্সিট ফুটবল লীগ ও টুর্নামেন্ট-২০১৭ এর দ্বিতীয় সপ্তাহের খেলায় ওজনপার্ক, ব্রাদার্স অ্যালায়েন্স জয়লাভ করে পূর্ণ পয়েন্ট অর্জন করেছে। অপরদিকে ব্রঙ্কস ইউনাইটেড ও সোনার বাংলা পয়েন্ট ভাগাভাগি করেছ। সিটির কুইন্স বরোর নিউটাউন অ্যাথলেটিক মাঠে গত ২১ মে রোববার অপরাহ্নে লীগের খেলাগুলো অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এবারের লীগে ৯টি দল অংশ নিচ্ছে। লীগের খেলা শেষে শীর্ষ চার দলের (সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী) সমন্বয়ে টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে। খবর ইউএনএ’র।
খেলার সংক্ষিপ্ত বিবরণী: দিনের প্রথম খেলায় ওজনপার্ক এফসি ও আইসাব একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় ওজনপার্ক ১-০ গোলে আইসাব-কে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করে। খেলার প্রথমার্ধের ৮ মিনিটের সময় বিজয়ী দলের আরজু জয়সূচক একমাত্র গোলটি করেন। খেলায় আক্রমন পাল্টা আক্রমন থাকলেও খেলার পরবর্তী সময়ে আর কোন দলই গোল করতে পারেনি। তবে খেলার দ্বিতীয়ার্ধে পেনাল্টি কিকের সুযোগ পেয়েও তা কাজে লাড়াতে পারেনি আইসাব। দলের পক্ষ থেকে জুবায়ের কিকটি করলে ওজনাপার্কের গোলী দৃঢ়তার সাথে তা প্রতিহত করে। ফলে শেষ পর্যন্ত পরাজয় মেনে আইনাব-কে আর জয়ী হয়ে ওজনপার্ক এফসি-কে ঘরে ফিরতে হয়।
বাংলাদেশ ব্রাদার্স অ্যালায়েন্স ও ব্রঙ্কস ওয়ারিয়র-এর মধ্যে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় খেলায় ব্রাদার্স সহজেই ৪-২ গোলে ব্রঙ্কসকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে। খেলার প্রথমার্ধে তিনটি আর দ্বিতীয়ার্ধে একটি গোল হয়। প্রথমাধের্ধর ১১ মিনিটের সময় ব্রাদার্সের পক্ষে দেলোয়ার প্রথম গোল (১-০) করে দলকে এগিয়ে নিয়ে যান। এরপর খেলার ১৮ মিনিটের সময় বিজয়ী দলের পক্ষে মোহাম্মদ (এমডি) একটি গোল (২-০) করে দলকে এগিয়ে নিয়ে যান। পরবর্তীতে খেলার ২১ মিনিটের সময় দেলোয়ার আরো একটি গোল (৩-০) দলের জয়ের পথ শক্ত করেন। এরপর জয় ধরে রাখতে ব্রাদার্স অ্যালায়েন্স আক্রমনাত্বক খেলার কৌশল নেয় এবং ২৮ মিনিটের সময় ব্রাদার্সের পক্ষে আরিফ আরো একটি গোল (৪-০) করে দলকে এগিয়ে নিয়ে যান। টানা চার গোল খেয়ে কিছুটা বিধ্বস্ত ব্রঙ্কস ওয়ারিয়রের খেলোয়ারা খেলার কৌশল পাল্টিয়ে শক্ত মনোবল নিয়ে মাঠে নামে। অপরদিকে ব্রাদার্স জয় সুনিশ্চিত বুঝতে পেরে কিছুটা আরাম-আয়েশে খেলতে থাকে। কিন্তু খেলার ৩৯ মিনিটের সময় ব্রঙ্কস জ্বলে উঠে। এসময় ব্রঙ্কসের পক্ষে নাঈম গোল (৪-১) করে জমক দেখান। পরবর্তীতে খেলার ৪৯ মিনিটে ব্রঙ্কসের পক্ষে শাহরিয়ার আরো একটি গোল (৪-২) করে গোলের ব্যবধান কমিয়ে আনলেও শেষ পর্যন্ত আর কোন দল কোন গোল করতে পারেনি। ফলে খেলাটি ৪-২ গোলে শেষ হয়।
এছাড়া ব্রঙ্কস ইউনাইটেড ও সোনার বাংলা’র মধ্য অনুষ্ঠিত দিনের তৃতীয় খেলাটি ১-১ গোলে ড্র হওয়ায় উভয় দলকে পয়েন্ট ভাগাভাগি করতে হয়। গোল দুটি হয় খেলার দ্বিতীয়ার্ধে। এই অর্ধের ৪১ মিনিটের সময় ব্রঙ্কস ইউনাইটেডের পক্ষে রাসেল প্রথম গোল (১-০) করে দলকে এগিয়ে নিয়ে যান। এর দু’মিনিট পরেই সঙ্গবদ্ধ আক্রমণ চালিয়ে সোনার বাংলা’র পক্ষে ওয়ালী গোল করে খেলায় সমতা (১-১) ফিরিয়ে আনেন।
যুক্তরাষ্ট্র সফররত কেন্দ্রীয় জাতীয় পার্টির অন্যতম ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় জাতীয় যুব সংহতির সভাপতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি আলমগীর শিকদার লোটন সহ বাংলাদেশ থেকে আগত অ্যাডভোকেট আব্দুল হাই এদিন অতিথি হিসেবে মাঠে উপস্থিত ছিলেন।
এছাড়াও স্পোর্টস কাউন্সিলের কর্মকর্তাদের মধ্যে সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল, যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, কোষাধ্যক্ষ ওয়াহিদ কাজী এলিন, কার্যকরী পরিষদ সদস্য সৈয়দ এনায়েত আলী, আব্দুল কাদির লিপু, রফিকুল ইসলাম ডালিম ও ইয়াকুত রহমান প্রমুখ মাঠে উপস্থিত ছিলেন।
আরো উল্লেখ্য, ২০১৪ সাল থেকে নিউইয়র্কে লীগের পাশাপাশি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের লীগে ৯টি দল অংশ নিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দলগুলো হলো: জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাব, ব্রঙ্কস ইউনাইটেড, আইসাব, নিউজার্সী ইউনাইটেড, সোনার বাংলা, ওজনপার্ক এফসি, ব্রঙ্কস স্টার, ওয়ারিয়ার ও ব্রাদার্স অ্যালায়েন্স।
পবিত্র রমজান মাসের সময় লীগের খেলা বন্ধ থাকবে। লীগের পরবর্তী খেলা আগামী ২ জুলাই রোববার বিকেল সাড়ে তিনটায় একই মাঠে অনুষ্ঠিত হবে। এদিন প্রথম খেলায় জ্যাকসন হাইটস ও নিউজার্সী ইউনাইটেড, দ্বিতীয় খেলায় ওজনপার্ক এফসি ও সোনার বাংলা এবং তৃতীয় খেলায় ব্রঙ্কস স্টার ও আইসাব একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

About Author Information

ওজনপার্ক ও ব্রাদার্স’র জয় ॥ ব্রঙ্কস ইউনাইটেড ও সোনার বাংলা’র পয়েন্ট ভাগাভাগি

প্রকাশের সময় : ১১:১৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০১৭

নিউইয়র্ক: বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র আয়োজিত চলতি বছরের এক্সিট ফুটবল লীগ ও টুর্নামেন্ট-২০১৭ এর দ্বিতীয় সপ্তাহের খেলায় ওজনপার্ক, ব্রাদার্স অ্যালায়েন্স জয়লাভ করে পূর্ণ পয়েন্ট অর্জন করেছে। অপরদিকে ব্রঙ্কস ইউনাইটেড ও সোনার বাংলা পয়েন্ট ভাগাভাগি করেছ। সিটির কুইন্স বরোর নিউটাউন অ্যাথলেটিক মাঠে গত ২১ মে রোববার অপরাহ্নে লীগের খেলাগুলো অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এবারের লীগে ৯টি দল অংশ নিচ্ছে। লীগের খেলা শেষে শীর্ষ চার দলের (সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী) সমন্বয়ে টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে। খবর ইউএনএ’র।
খেলার সংক্ষিপ্ত বিবরণী: দিনের প্রথম খেলায় ওজনপার্ক এফসি ও আইসাব একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় ওজনপার্ক ১-০ গোলে আইসাব-কে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করে। খেলার প্রথমার্ধের ৮ মিনিটের সময় বিজয়ী দলের আরজু জয়সূচক একমাত্র গোলটি করেন। খেলায় আক্রমন পাল্টা আক্রমন থাকলেও খেলার পরবর্তী সময়ে আর কোন দলই গোল করতে পারেনি। তবে খেলার দ্বিতীয়ার্ধে পেনাল্টি কিকের সুযোগ পেয়েও তা কাজে লাড়াতে পারেনি আইসাব। দলের পক্ষ থেকে জুবায়ের কিকটি করলে ওজনাপার্কের গোলী দৃঢ়তার সাথে তা প্রতিহত করে। ফলে শেষ পর্যন্ত পরাজয় মেনে আইনাব-কে আর জয়ী হয়ে ওজনপার্ক এফসি-কে ঘরে ফিরতে হয়।
বাংলাদেশ ব্রাদার্স অ্যালায়েন্স ও ব্রঙ্কস ওয়ারিয়র-এর মধ্যে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় খেলায় ব্রাদার্স সহজেই ৪-২ গোলে ব্রঙ্কসকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে। খেলার প্রথমার্ধে তিনটি আর দ্বিতীয়ার্ধে একটি গোল হয়। প্রথমাধের্ধর ১১ মিনিটের সময় ব্রাদার্সের পক্ষে দেলোয়ার প্রথম গোল (১-০) করে দলকে এগিয়ে নিয়ে যান। এরপর খেলার ১৮ মিনিটের সময় বিজয়ী দলের পক্ষে মোহাম্মদ (এমডি) একটি গোল (২-০) করে দলকে এগিয়ে নিয়ে যান। পরবর্তীতে খেলার ২১ মিনিটের সময় দেলোয়ার আরো একটি গোল (৩-০) দলের জয়ের পথ শক্ত করেন। এরপর জয় ধরে রাখতে ব্রাদার্স অ্যালায়েন্স আক্রমনাত্বক খেলার কৌশল নেয় এবং ২৮ মিনিটের সময় ব্রাদার্সের পক্ষে আরিফ আরো একটি গোল (৪-০) করে দলকে এগিয়ে নিয়ে যান। টানা চার গোল খেয়ে কিছুটা বিধ্বস্ত ব্রঙ্কস ওয়ারিয়রের খেলোয়ারা খেলার কৌশল পাল্টিয়ে শক্ত মনোবল নিয়ে মাঠে নামে। অপরদিকে ব্রাদার্স জয় সুনিশ্চিত বুঝতে পেরে কিছুটা আরাম-আয়েশে খেলতে থাকে। কিন্তু খেলার ৩৯ মিনিটের সময় ব্রঙ্কস জ্বলে উঠে। এসময় ব্রঙ্কসের পক্ষে নাঈম গোল (৪-১) করে জমক দেখান। পরবর্তীতে খেলার ৪৯ মিনিটে ব্রঙ্কসের পক্ষে শাহরিয়ার আরো একটি গোল (৪-২) করে গোলের ব্যবধান কমিয়ে আনলেও শেষ পর্যন্ত আর কোন দল কোন গোল করতে পারেনি। ফলে খেলাটি ৪-২ গোলে শেষ হয়।
এছাড়া ব্রঙ্কস ইউনাইটেড ও সোনার বাংলা’র মধ্য অনুষ্ঠিত দিনের তৃতীয় খেলাটি ১-১ গোলে ড্র হওয়ায় উভয় দলকে পয়েন্ট ভাগাভাগি করতে হয়। গোল দুটি হয় খেলার দ্বিতীয়ার্ধে। এই অর্ধের ৪১ মিনিটের সময় ব্রঙ্কস ইউনাইটেডের পক্ষে রাসেল প্রথম গোল (১-০) করে দলকে এগিয়ে নিয়ে যান। এর দু’মিনিট পরেই সঙ্গবদ্ধ আক্রমণ চালিয়ে সোনার বাংলা’র পক্ষে ওয়ালী গোল করে খেলায় সমতা (১-১) ফিরিয়ে আনেন।
যুক্তরাষ্ট্র সফররত কেন্দ্রীয় জাতীয় পার্টির অন্যতম ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় জাতীয় যুব সংহতির সভাপতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি আলমগীর শিকদার লোটন সহ বাংলাদেশ থেকে আগত অ্যাডভোকেট আব্দুল হাই এদিন অতিথি হিসেবে মাঠে উপস্থিত ছিলেন।
এছাড়াও স্পোর্টস কাউন্সিলের কর্মকর্তাদের মধ্যে সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল, যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, কোষাধ্যক্ষ ওয়াহিদ কাজী এলিন, কার্যকরী পরিষদ সদস্য সৈয়দ এনায়েত আলী, আব্দুল কাদির লিপু, রফিকুল ইসলাম ডালিম ও ইয়াকুত রহমান প্রমুখ মাঠে উপস্থিত ছিলেন।
আরো উল্লেখ্য, ২০১৪ সাল থেকে নিউইয়র্কে লীগের পাশাপাশি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের লীগে ৯টি দল অংশ নিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দলগুলো হলো: জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাব, ব্রঙ্কস ইউনাইটেড, আইসাব, নিউজার্সী ইউনাইটেড, সোনার বাংলা, ওজনপার্ক এফসি, ব্রঙ্কস স্টার, ওয়ারিয়ার ও ব্রাদার্স অ্যালায়েন্স।
পবিত্র রমজান মাসের সময় লীগের খেলা বন্ধ থাকবে। লীগের পরবর্তী খেলা আগামী ২ জুলাই রোববার বিকেল সাড়ে তিনটায় একই মাঠে অনুষ্ঠিত হবে। এদিন প্রথম খেলায় জ্যাকসন হাইটস ও নিউজার্সী ইউনাইটেড, দ্বিতীয় খেলায় ওজনপার্ক এফসি ও সোনার বাংলা এবং তৃতীয় খেলায় ব্রঙ্কস স্টার ও আইসাব একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।