নিউইয়র্ক ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ইংল্যান্ড-পানামার খেলায় গোল উৎসব ॥ কেইনের হ্যাট্রিক : শেষ ষোলতে ইংল্যান্ড, বিদায় পানামা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৩৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৪ জুন ২০১৮
  • / ৭১৭ বার পঠিত

হককথা ডেস্ক: পানামার বিপক্ষে রীতিমত ছেলে খেলায় মেতেছিল ইংল্যান্ড। এই ম্যাচে হ্যাট্রিকের দেখা পান ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। নবাগত পানামার জালে গুণে গুণে ছয়টি গোল করেন সাউথগেট শিষ্যরা। ৬-১ গোলের বড় জয়ে দুই ম্যাচ জিতে পূর্ণ ছয় পয়েন্ট পেল তারা। ইংল্যান্ডের হয়ে জোড়া গোল করেন জন স্টোনস ও অপর গোলটি এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা তরুণ মিডফিল্ডার জেসি লিনগার্ডের অসাধারণ দূরপাল্লার শট থেকে। পানামার একমাত্র শান্তনার গোলটি আসে পানামা অধিনায়ক ফেলিপে ব্যালয়ের পা থেকে। দুই ম্যাচে দুই জয়ে শেষ ষোলতে স্থান করে নিল ১৯৬৬’র চ্যাম্পিয়নরা। এদিকে পানামা দুই ম্যাচে দুই হারে দ্বিতীয় রাউন্ডের পথ থেকে ছিটকে গেল।
রোববার (২৪ জুন) রাশিয়ার নিঝনি নোভগোরদে (নিউইয়র্ক সময় সকাল ৮টা, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা) অনুষ্ঠিত ইংল্যান্ড বনাম পানামার খেলার ৮ মিনিটে গোল উৎসবের শুরুটা করেন রক্ষণভাগের খেলোয়াড় জন স্টোনস। ২২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে টানা দ্বিতীয় ম্যাচে স্কোরশিটে নাম লেখান দুর্দান্ত ফর্মে থাকা কেইন। ৩৬ মিনিটে ডান পায়ের বাঁকানো শটে পানামার জালে বড় জড়ান লিনগার্ড। চার মিনিট বাদেই নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল পান স্টোনস। বিরতির বাঁশি বাজার আগে অতিরিক্ত সময়ে ফের পেনাল্টি থেকে গোল করেন টটেনহ্যাম তারকা কেইন। প্রথমার্ধে ৫ গোল করেছিল সাউথগেট শিষ্যরা। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে গোল করে আসরের দ্বিতীয় হ্যাট্রিক করলেন কেইন। ৭৮ মিনিটে ইংল্যান্ডের জালে বল জড়ায় পানামা। গোলটি করেন ফেলিপে ব্যালয়। স্পেনের বিপক্ষে প্রথম হ্যাটট্রিক করেছিলেন পর্তুগীজ তারকা রোনালদো। কেইন ৫ গোল নিয়ে এখন আসরের সর্বোচ্চ গোলদাতা। ৪ গোল নিয়ে দ্বিতীয় অবস্থানে যৌথ ভাবে আছেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো ও বেলজিয়ামের রমেলু লুকাকু।
অবশ্য রাশিয়া বিশ্বকাপের প্রথম ম্যাচেও আশাহত হতে হয়নি ইংল্যান্ডকে। তিউনিশিয়াকে ২-১ গোলে হারিয়ে দারুণ শুর করেছে হ্যারি কেইনরা। এর আগে রোববারের ম্যাচে ইংলিশদের প্রতিপক্ষে পানামার শুরুটা হয়েছে বেলজিয়ামে বিপক্ষে হার দিয়ে। আবার রোববারের ম্যাচে হেরে গ্রুপপর্ব থেকেই পানামার বিদায় অনেকটা নিশ্চিত হয়ে গেলো। আর ইংল্যান্ড ২ খেলায় জিতে ৬ পয়েন্ট নিয়ে নিশ্চিত করেছে শেষ ষোল। এছাড়া ২ খেলায় সমান ৬ পয়েন্ট নিয়ে তাদের পাশে রয়েছে গ্রুপ রানার্সআপ বেলজিয়াম।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

About Author Information

ইংল্যান্ড-পানামার খেলায় গোল উৎসব ॥ কেইনের হ্যাট্রিক : শেষ ষোলতে ইংল্যান্ড, বিদায় পানামা

প্রকাশের সময় : ১২:৩৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৪ জুন ২০১৮

হককথা ডেস্ক: পানামার বিপক্ষে রীতিমত ছেলে খেলায় মেতেছিল ইংল্যান্ড। এই ম্যাচে হ্যাট্রিকের দেখা পান ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। নবাগত পানামার জালে গুণে গুণে ছয়টি গোল করেন সাউথগেট শিষ্যরা। ৬-১ গোলের বড় জয়ে দুই ম্যাচ জিতে পূর্ণ ছয় পয়েন্ট পেল তারা। ইংল্যান্ডের হয়ে জোড়া গোল করেন জন স্টোনস ও অপর গোলটি এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা তরুণ মিডফিল্ডার জেসি লিনগার্ডের অসাধারণ দূরপাল্লার শট থেকে। পানামার একমাত্র শান্তনার গোলটি আসে পানামা অধিনায়ক ফেলিপে ব্যালয়ের পা থেকে। দুই ম্যাচে দুই জয়ে শেষ ষোলতে স্থান করে নিল ১৯৬৬’র চ্যাম্পিয়নরা। এদিকে পানামা দুই ম্যাচে দুই হারে দ্বিতীয় রাউন্ডের পথ থেকে ছিটকে গেল।
রোববার (২৪ জুন) রাশিয়ার নিঝনি নোভগোরদে (নিউইয়র্ক সময় সকাল ৮টা, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা) অনুষ্ঠিত ইংল্যান্ড বনাম পানামার খেলার ৮ মিনিটে গোল উৎসবের শুরুটা করেন রক্ষণভাগের খেলোয়াড় জন স্টোনস। ২২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে টানা দ্বিতীয় ম্যাচে স্কোরশিটে নাম লেখান দুর্দান্ত ফর্মে থাকা কেইন। ৩৬ মিনিটে ডান পায়ের বাঁকানো শটে পানামার জালে বড় জড়ান লিনগার্ড। চার মিনিট বাদেই নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল পান স্টোনস। বিরতির বাঁশি বাজার আগে অতিরিক্ত সময়ে ফের পেনাল্টি থেকে গোল করেন টটেনহ্যাম তারকা কেইন। প্রথমার্ধে ৫ গোল করেছিল সাউথগেট শিষ্যরা। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে গোল করে আসরের দ্বিতীয় হ্যাট্রিক করলেন কেইন। ৭৮ মিনিটে ইংল্যান্ডের জালে বল জড়ায় পানামা। গোলটি করেন ফেলিপে ব্যালয়। স্পেনের বিপক্ষে প্রথম হ্যাটট্রিক করেছিলেন পর্তুগীজ তারকা রোনালদো। কেইন ৫ গোল নিয়ে এখন আসরের সর্বোচ্চ গোলদাতা। ৪ গোল নিয়ে দ্বিতীয় অবস্থানে যৌথ ভাবে আছেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো ও বেলজিয়ামের রমেলু লুকাকু।
অবশ্য রাশিয়া বিশ্বকাপের প্রথম ম্যাচেও আশাহত হতে হয়নি ইংল্যান্ডকে। তিউনিশিয়াকে ২-১ গোলে হারিয়ে দারুণ শুর করেছে হ্যারি কেইনরা। এর আগে রোববারের ম্যাচে ইংলিশদের প্রতিপক্ষে পানামার শুরুটা হয়েছে বেলজিয়ামে বিপক্ষে হার দিয়ে। আবার রোববারের ম্যাচে হেরে গ্রুপপর্ব থেকেই পানামার বিদায় অনেকটা নিশ্চিত হয়ে গেলো। আর ইংল্যান্ড ২ খেলায় জিতে ৬ পয়েন্ট নিয়ে নিশ্চিত করেছে শেষ ষোল। এছাড়া ২ খেলায় সমান ৬ পয়েন্ট নিয়ে তাদের পাশে রয়েছে গ্রুপ রানার্সআপ বেলজিয়াম।