ইংল্যান্ডকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন বেলজিয়ামের
- প্রকাশের সময় : ১০:৫০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ জুলাই ২০১৮
- / ১১৪৯ বার পঠিত
হককথা ডেস্ক: তৃতীয় স্থান নির্ধারণী প্লে-অফ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছে বেলজিয়াম। সেন্ট পিটার্সবার্গে শনিবার (১৪ জুন) অনুষ্ঠিত এই ম্যাচে বেলজিয়াম জয় পেয়েছে ২-০ গোলে। সেমিফাইনাল ম্যাচে ফ্রান্সের কাছে বেলজিয়াম এবং ক্রোয়েশিয়ার কাছে ইংল্যান্ড হেরে যায়। সেমিফাইনালে হেরে যাওয়া দুটি দলের মধ্যেই অনুষ্ঠিত হলো এই প্লে-অফ ম্যাচ। তৃতীয় হয়ে রাশিয়া বিশ্বকাপ থেকে ২৪ মিলিয়ন ডলার প্রাইজমানি পেল বেলজিয়াম। অপরদিকে চতুর্থ হয়ে ইংল্যান্ড পাচ্ছে ২২ মিলিয়ন ডলার।
তৃতীয় স্থান নির্ধারণী এই ম্যাচে বেলজিয়াম দুর্দান্ত খেলেছে। যোগ্য দল হিসেবেই তারা ১৯৬৬ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড দলকে হারিয়েছে এই ম্যাচে। বেলজিয়াম দুই অর্ধে দুটি গোল করেছে। মাত্র চার মিনিটে থমাস মুনিয়েরের গোলে শুরুতেই এগিয়ে যায় বেলজিয়াম। পরে এডেন হ্যাজার্ড শেষ দিকে আরো একটি গোল করেন। ম্যাচটা তৃতীয় স্থান নির্ধারণী হলেও বেলজিয়াম দারুণভাবে রোমাঞ্চ ছড়িয়েছে তাতে। এই ম্যাচ খেলার পর ফাইনালে না থাকার আঁফসোসটা যেন আরও বাড়িয়ে দিল বেলজিয়ামের সোনালি প্রজন্মের এই দলটি।
খেলা শুরুর ৪ মিনিটের মাথায় থমাস মিউনিয়ার এর গোলে ১-০তে এগিয়ে যায় বেলজিয়াম। এরপর প্রথমার্ধে আর কোনো দলই গোল করতে পারেনি। আক্রমন পাল্টা আক্রমনে জমে উঠে খেলা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের সুযোগ পেয়ে ব্যর্থ হয় লুকাকো। ৮২ মিনিটের মাথায় অধিনায়ক ইডেন হ্যাজার্ড গোল করে ব্যবধান দ্বিগুন করেন। ফলাফল ২-০তে জিতে যায় বেলজিয়াম। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করলো বেলজিয়াম।
ম্যাচটা একদিক থেকে গুরুত্বহীন, আরেক দিক থেকে আবার কম তাৎপর্যের নয়। বিশ্বকাপের আসরে চ্যাম্পিয়ন বা রানার্স আপ না হতে পারলে তৃতীয় হওয়াটাও তো লেখা থাকে ইতিহাসে। রাশিয়া বিশ্বকাপে শনিবারের (১৪ জুলাই) বেলজিয়াম ও ইংল্যান্ড তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণী বা ব্রোঞ্জ জয়ের ম্যাচটাও ঠিক তাই। সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয়েছে দুই দলের ম্যাচটি।
রাশিয়া বিশ্বকাপের একেবারে শুরুতে এই দুই দল ছিল একই গ্রুপে। ‘জি’ গ্রুপে পরস্পরের দেখা জিতেছিল বেলজিয়াম। এ ম্যাচেও তেমন কিছুই করতে চাইবে বেলজিয়ানরা। তৃতীয় হলেই যে একটা ইতিহাস হয়ে যাবে। দলটি বিশ্বকাপে নিজেদের সেরা সাফল্যের গল্প লিখবে। এমন ম্যাচে একাদশে ৫টি পরিবর্তন এনে মাঠে নেমেছে ইংল্যান্ড। আর বেলজিয়াম তাদের একাদশে পরিবর্তন এনেছে ২টি।
সেমি ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরে ফাইনালে ওঠা হয়নি ইংল্যান্ডের। অন্যদিকে ফ্রান্সের বিপক্ষে ০-১ গোলে হেরেছে বেলজিয়াম। সব ঠিক থাকলে এ ম্যাচেই নির্ধারণ হয়ে যাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। অর্থাৎ কে পাচ্ছেন গোল্ডেন বুট।
৬ গোল করা হ্যারি কেন নিজের গোল সংখ্যাটা আরো বাড়িয়ে নিবেন নাকি ৪ গোল করা রোমেলু লুকাকু দুর্দান্ত কিছু করে কেনকে ছাড়িয়ে যাবেন সেটি হবে দেখার। দেখার কোন দল ব্রোঞ্জ জেতে সেটাও। ম্যাচটা একদিক থেকে গুরুত্বহীন, আরেক দিক থেকে আবার কম তাৎপর্যের নয়। বিশ্বকাপের আসরে চ্যাম্পিয়ন বা রানার্স আপ না হতে পারলে তৃতীয় হওয়াটাও তো লেখা থাকে ইতিহাসে। রাশিয়া বিশ্বকাপে শনিবারের বেলজিয়াম ও ইংল্যান্ড তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণী বা ব্রোঞ্জ জয়ের ম্যাচটাও ঠিক তাই। সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয়েছে দুই দলের ম্যাচটি।
রাশিয়া বিশ্বকাপের একেবারে শুরুতে এই দুই দল ছিল একই গ্রুপে। ‘জি’ গ্রুপে পরস্পরের দেখা জিতেছিল বেলজিয়াম। এ ম্যাচেও তেমন কিছুই করতে চাইবে বেলজিয়ানরা। তৃতীয় হলেই যে একটা ইতিহাস হয়ে যাবে। দলটি বিশ্বকাপে নিজেদের সেরা সাফল্যের গল্প লিখবে। এমন ম্যাচে একাদশে ৫টি পরিবর্তন এনে মাঠে নেমেছে ইংল্যান্ড। আর বেলজিয়াম তাদের একাদশে পরিবর্তন এনেছে ২টি।
সেমি ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরে ফাইনালে ওঠা হয়নি ইংল্যান্ডের। অন্যদিকে ফ্রান্সের বিপক্ষে ০-১ গোলে হেরেছে বেলজিয়াম। সব ঠিক থাকলে এ ম্যাচেই নির্ধারণ হয়ে যাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। অর্থাৎ কে পাচ্ছেন গোল্ডেন বুট।
৬ গোল করা হ্যারি কেন নিজের গোল সংখ্যাটা আরো বাড়িয়ে নিবেন নাকি ৪ গোল করা রোমেলু লুকাকু দুর্দান্ত কিছু করে কেনকে ছাড়িয়ে যাবেন সেটি হবে দেখার। দেখার কোন দল ব্রোঞ্জ জেতে সেটাও।