আইসাব ও সোনার বাংলা’র পূর্ণ পয়েন্ট লাভ : যুব সংঘ ও ব্রাদার্স এলায়েন্স’র পয়েন্ট ভাগাভাগী
- প্রকাশের সময় : ০৫:১৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুলাই ২০১৮
- / ৯২৯ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত এক্সিট ফুটবল লীগ-২০১৮ এর পঞ্চম সপ্তাহে গত ২২ জুলাই রোববার তিনটি খেলা অনুষ্ঠিত হয়। সিটির কুইন্স বরোর নিউটাউন অ্যাথলেটিক মাঠে অপরাহ্নে অনুষ্ঠিত লীগের প্রথম খেলায় আইসাব ৫-০ গোলে উবাইয়া-কে এবং তৃতীয় খেলায় সোনার বাংলা ৩-১ গোলে ব্রঙ্কস ইউনাইটেড-কে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করে। অপরদিকে দিনের দ্বিতীয় খেলায় যুব সংঘ ও ব্রাদার্স এলায়েন্স ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগী করে। খবর ইউএনএ’র।
খেলার সংক্ষিপ্ত বিবরনী: আইসাব ও উবাইয়ার মধ্যে অনুষ্ঠিত খেলায় আইসাব এক চেটিয়া প্রাধান্য বিস্তার করে খেলে ৫-০ গোলে জয় ছিনিয়ে নেয়। দলের পক্ষে ১৫ মিনেটে আরমান প্রথম, ২০ মিনিটের সময় জুবেল দ্বিতীয়, ২৬ মিনিটের সময় মুরাদ তৃতীয়, ৫৫ মিনিটে জামাল চতুর্থ এবং ৫৮ মিনিটের সময় আইয়ুব পঞ্চম গোল করেন। ফলে আইসাব পূর্ণ পয়েন্ট অর্জন করে।
অপরদিকে যুব সংঘ ও ব্রাদার্স এলায়েন্স ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগী করে। খেলার প্রথমার্ধে একটি আর দ্বিতীয়ার্ধে একটি গোল হয়। আক্রমন পাল্টা আক্রমনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত এই খেলার শুরুতেই অর্থাৎ ২ মিনিটের সময় সোহেল প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় (১-০)। পরবর্তীতে খেলার দ্বিতীয়ার্ধের ৪৩ মিনিটের সময় ব্রাদার্স এলায়েন্সের দেলোয়ার গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন (১-১)। শেষ পর্যন্ত খেলাটি ১-১ গোলে ড্র হয় এবং উভয় দল পয়েন্ট ভাগাভাগী করে নেয়। অবশ্য এই খেলায় উভয় দল একাধিক খেলার সুযোগ নষ্ট করে।
এছাড়া সোনার বাংলা ও ব্রঙ্কস ইউনাইটেড-এর মধ্যকার খেলায় ৩-১ গোলে সোনার বাংলা জয়লাভ করে পূর্ণ পয়েন্ট অর্জন করে। খেলার প্রথমার্ধে তিনটি এবং দ্বিতীয়ার্ধে একটি গোল হয়। প্রথমার্ধে সোনার বাংলা ২-১ গোলে এগিয়ে থাকে। বিজয়ী সোনার বাংলা’র পক্ষে ১০ মিনিটের সময় তৌহিদ, ২৯ মিনিটের সময় ব্রাহন এবং ৫৯ মিনিটের সময় এলভিস একটি করে গোল করেন। অপরদিকে ব্রঙ্কস ইউনাইটেডের পক্ষে খেলার ৪৫ মিনিটের সময় শামীম একমাত্র গোল করেন।
খেলাগুলোতে রেফারী ছিলেন জর্জ, ওসকার ও হেক্টর।
খেলাগুলো চলাকালীন সময় বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের উপদেষ্টা মনজুর আহমেদ চৌধুরী, সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম রুমি, প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, কার্যকরী পরিষদ সদস্য কাজী তোফায়েল আহমেদ, জাহির উদ্দিন জহির সহ অন্যান্য কর্মকর্তারা মাঠে উপস্থিত ছিলেন।
এক্সিট ফুটবল লীগের পরবর্তী খেলা আগামী ২৯ জুলাই রোববার বিকেল সাড়ে তিনটায় একই মাঠে অনুষ্ঠিত হবে। ছবি: তৈয়বুর রহমান টনি