এক স্লিপ
- প্রকাশের সময় : ০৩:৪৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯
- / ৪৫৮ বার পঠিত
সালাহউদ্দিন আহমেদ: জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষ্যে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিইউয়র্ক আগমন উপলক্ষ্যে নিউইয়র্কের বাংলা মিডিয়াগুলোর সাথে ঐ সপ্তাহে (২৩-৩০ সেপ্টেম্বর, ২০১৯) আরো দু’টি পত্রিকা প্রকাশিত হয়েছে। ‘সাপ্তাহিক বিজয়’ ও ‘রূপসী বাংলা’ নামের পত্রিকা দুটি পরবর্তীতে আর প্রকাশিত হয়নি। এনিয়ে বাংলাদেশী সাংবাদিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে সচেতন প্রবাসীদের মাঝেও। ইতিপূর্বে গত বছরও প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরকালীন সময়ও একটি ইস্যু প্রকাশিত হয় বলে জানা গেছে।
একজন সংবাদকর্মী হিসেবে বিষয়টি আমার মাঝেও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এ ব্যাপারে বিজয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি জানান, বিজয় অনলাইনে প্রকাশিত হচ্ছে। অপরদিকে রূপসী বাংলা’র সম্পাদক জানান, আমাকে দায়িত্ব দেয়া হয় বলেই সংখ্যাটি প্রকাশ করেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে- মাননীয় প্রধানমন্ত্রীর নিউইয়র্ক আগমন উপলক্ষ্যে একটি মাত্র সংখ্যা প্রকাশ কেনো? নিয়মিত সংখ্যা প্রকাশ করতে না পারলে এমন সংখ্যা প্রকাশ না করাই শ্রেয়- এমন মন্তব্য সচেতন প্রবাসীদের। বিষয়গুলো সংশ্লিস্টদের ভাববার অবকাশ রয়েছে।
১৩ অক্টোবর ২০১৯