এক স্লিপ
- প্রকাশের সময় : ১২:৩৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০১৪
- / ১২৯৭ বার পঠিত
গত শনিবার কথা হচ্ছিল এক সাংবাদিক সহকর্মীর সাথে। কথা প্রসঙ্গে তিনি বললেন, কমিউনিটিতে সাংবাদিকতা পেশায় থাকা সমস্যাই হয়ে যাচ্ছে। জানতে চাইলাম কেন? উত্তরে বললেন, কোন নিউজ করতে গিয়ে একটু এদিক-ওদিক হয়ে গেলেই সমস্যা। সংশ্লিস্ট ব্যক্তিবর্গের কথা কথা, কত অভিযোগ। আবার আজ যদি আওয়ামী লীগের একটি নিউজ ভালো করে কভার করি তো বিএনপি’র লোকজন বলেন ‘আপনি তো আওয়ামী লীগার হয়ে গেছেন’। আবার যদি বিএনপির একটি নিউজ ভালো করে কভার করি তো আওয়ামীওয়ালারা বলেন, ‘আপনি তো বিএনপির লোক হয়ে গেছেন’। আবার যদি কোন কারণে জামায়াতে ইসলামীর কোন নিউজ করি তখন আওয়ামীওয়ালারা বলেন ‘আপনি তো জামায়াতী’ হয়ে গেছেন। এমন হলে কি সাংবাদিকতা করা যায়। একজন সাংবাদিকের কি কোন দলপ্রীতি থাকতে পারে? আমরা কি কোন দল করি। আমরা তো কমিউনিটি সাংবাদিকতা করছি। মিডিয়ার মাধ্যামে কমিউনিটিকে সকল দলের, মতের খবরাখবর অবহিত করাই তো আমাদের দায়িত্ব নয় কি! আমি আর কি বলবো। এসবের তো আমিও তো ভুক্তভোগী। তাই শুধু বললাম, ‘এসব কথায় কান দেবেন না, এক কান দিয়ে শুনবেন, আরেক কান দিয়ে বের করে দেবেন’। শুধু দায়িত্ব পালনে পেশাগত মর্যাদা আর বিবেক জাগ্রত রাখবেন। ৩০ নভেম্বর’২০১৪ (সাপ্তাহিক বাংলা পত্রিকা)