এক স্লিপ
- প্রকাশের সময় : ০৭:৪৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০১৫
- / ৮৪৭ বার পঠিত
নিউইয়র্ক: গেলো সপ্তাহ বেশ ব্যস্ততার মধ্যেই কাটলো কমিউনিটির মিডিয়া কর্মীসহ নেতৃবৃন্দের। জ্যামাইকা, জ্যাকসন হাইটস, ব্রঙ্কস, ব্রুকলীনে এই সপ্তাহের উল্লেখযোগ্য অনুষ্ঠানমালার মধ্যে ছিলো নিউইয়র্কের বিখ্যাত সিটি ফিল্ডে (মেটস ষ্টেডিয়াম) বিশ্বের সেরা ক্রিকেট তারকাদের টি-২০ ম্যাচ। ছিলো ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর একাধিক অনুষ্ঠান, বাংলাদেশী ব্যবসায়ীদের সংগঠন জেবিবিএ’র নির্বাচন বিষয়ক আহ্বায়ক কমিটির সাংবাদিক সম্মেলন, আন্তর্জাতিক ফারাক্কা কমিটি (আইএফসি)’র সাংবাদিক সম্মেলন। আরো কত কি! তো শনিবার পূর্ব নির্ধারিত বেলা দুটায় আয়োজিত এক অনুষ্ঠান কভার করতে গিয়ে দেখা গেলো সেখানে আমি সহ ২/৩জন সাংবাদিক। যেহেতু সাংবাদিক সম্মেলন তাই সাংবাদিক ছাড়া অনুষ্ঠান হয় কি করে! আয়োজকরা ফোন করলেন সাংবাদিকরা কোথায় আছেন? অনুরোধ জানালেন আসতে। কেউ বললেন, আমরা ৩/৪ জন খেলার মাঠে। কেউ বললেন, আমি অফিসের কাজ সেরেই ১৫/২০ মিনিটের মধ্যেই আসছি, শুরু করেন। কেউ বললেন, আশপাশেই আছি, শুরু করলেই পৌছে যাবো। এমনি অবস্থায় বিব্রত আয়োজক, বিব্রত আমি নিজেও। অবশেষে ২টার অনুষ্ঠান শুরু হলো বিকেল চারটায়। মাঝখান থেকে বেকার চলে গেলো দুটো ঘন্টা। শুধু আমার নয়, আরো ৮/১০ জনের। আমাদের সময় জ্ঞান বলে কথা! ০৮ নভেম্বর’২০১৫