বিশ্ব ৭৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি বিভক্ত : গুতেরেস
- প্রকাশের সময় : ০৮:৫৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
- / ১১১ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বর্তমানে বিশ্ব অস্তিত্বগত চ্যালেঞ্জের সম্মুখীন। অথচ এমন মুহূর্তে বিশ্ব সম্প্রদায় বিগত ৭৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি বিভক্ত। জার্মানিতে শুরু হওয়া তিনদিনের মিউনিখ নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
বৈশ্বিক ব্যবস্থা কারও জন্য কাজ করছে না বলেও ও সময় মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
সম্মেলনে দীর্ঘস্থায়ী শান্তি পেতে হলে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়া অব্যাহত রাখতে হবে বলে জানান ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ। প্রতিরক্ষা খাতে বিনিয়োগ আরও কর্মক্ষেত্র তৈরি করবে উল্লেখ করে এই খাতে আরো বিনিয়োগের আহ্বান জানান তিনি।
এছাড়া এই সম্মেলনে গাজার রাফায় স্থল অভিযানের পরিকল্পনা বাদ দেওয়ার জন্য ইসরায়েলকে সম্মিলিতভাবে চাপ দিতে পশ্চিমা নেতাদের একটি গোলটেবিল বৈঠকের কথা রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসসহ ৪০ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান অংশ নিচ্ছেন এবারের আসরে।
এদিকে বিশ্বনেতাদের সামনে ছয়টি প্রস্তাব তুলে ধরে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন ছাড় করার এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য তহবিলকে সরিয়ে আনার লক্ষ্যে অর্থহীন অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, অর্থহীন অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করতে হবে এবং এর পরিবর্তে জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য অত্যন্ত প্রয়োজনীয় তহবিল সংগ্রহের জন্য সম্পদের সংস্থান করা দরকার। আমাদের মনে রাখতে হবে যে, মানবতার অস্তিত্ব যখন হুমকির মুখে পড়বে, তখন সংকীর্ণ স্বার্থ রক্ষার পথ অনুসরণ করলে তা কোনো সুফল বয়ে আনবে না।
শুক্রবার জার্মানিতে মিউনিখ সিকিউরিটি কনফারেন্স ২০২৪-এ ‘ফ্রম পকেট টু প্ল্যানেট: স্কেলিং আপ ক্লাইমেট ফাইন্যান্স’ শীর্ষক প্যানেল আলোচনায় শেখ হাসিনা তাঁর প্রস্তাবিত পরামর্শে এই মন্তব্য করেন। সূত্র : ডেইলি-বাংলাদেশ
হককথা/নাছরিন