থাইল্যান্ডে পোষা সিংহ নিয়ে ঘুরতে বেরিয়ে নারী গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০৩:১৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪
- / ৩৯ বার পঠিত
থাইল্যান্ডের পাতায়া শহরের রাস্তায় গাড়িতে পোষা সিংহ নিয়ে ঘুরতে বের হয়ে গ্রেপ্তার হয়েছেন এক নারী। বৃহস্পতিবার অবৈধভাবে সিংহ শাবকটি পোষার অভিযোগে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সোয়াংজিৎ কোসুংনার্ন নামের ওই নারী সিংহ নিয়ে রাস্তায় ঘুরে বেড়ানোর সময় বিষয়টি সবার নজরে আসে। এসময় সিংহ শাবক পোষার অনুমতিপত্র দেখাতে ব্যর্থ হলে অবৈধভাবে সিংহ শাবক পোষার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর বিবিসি’র।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, সিংহ শাবক পোষার অনুমতিপত্র দেখাতে ব্যর্থ হন সোয়াংজিৎ কোসুংনার্ন। মালিকানার বৈধতা ছাড়া বিনা অনুমতিতে বন্যপ্রাণী রাখার অভিযোগ দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে থাইল্যান্ডে সিংহ পোষা বৈধ। তবে, সেজন্য কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হয়। বর্তমানে থাইল্যান্ডে বৈধভাবে ২২৪টি পোষা সিংহ রয়েছে। অনুমতি না থাকায় দোষী সাব্যস্ত হলে এক বছরের কারাদণ্ড এবং তিন লক্ষাধিক টাকা জরিমানা দিতে হয়।
থাই পুলিশ জানিয়েছে, সিংহ শাবকটি এনেছিল শ্রীলঙ্কার এক ব্যক্তি। তিনি বর্তমানে থাইল্যান্ডে নেই। পুলিশ সেই শ্রীলঙ্কান ব্যক্তিকে খুঁজছে। কিন্তু পুলিশের কাছে সোয়াংজিৎ দাবি করে বলেন, নাখোন পাথোম প্রদেশে বাস করা এক থাই ব্যক্তির কাছ থেকে সিংহ শাবকটি কিনেছেন সোয়াংজিৎ। সূত্র : একাত্তর টিভি।