নিউইয়র্ক ০৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বিজয়ী ভাষণে যা বললেন শাহবাজ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:৪৯:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪
  • / ১১৪ বার পঠিত

পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) দলের প্রেসিডেন্ট শাহবাজ শরীফ।ছবি :সংগৃহীত।

পাকিস্তানে ২৪ তম প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) প্রেসিডেন্ট শাহবাজ শরীফ। দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তিনি পাকিস্তানের জাতীয় পরিষদে বিজয়ী ভাষণ দিয়েছেন।খবর সামা টিভির।

ভাষণে গত ৯ মে সংগঠিত ঘটনা সামনে এনে ইমরান খানের সমর্থকদের ‘দাঙ্গাবাজ’ হিসেবে অভিহিত করেন তিনি। এসময় তিনি ‘দাঙ্গাবাজ’ এবং দেশপ্রেমিক পাকিস্তানিদের মধ্যে একটি বড় পার্থক্য আছে বলে উল্লেখ করেন। ভাষণে মিত্র দলগুলোর সমর্থন নিয়ে পাকিস্তানকে পুনর্গঠনের প্রতিশ্রুতিও দিয়েছেন শাহবাজ।

শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী হিসেবে তাকে সমর্থন ও ভোট দেওয়ার জন্য ইস্তেহকাম-ই-পাকিস্তান পার্টির (আইপিপি) সভাপতি আবদুল আলিম খান, পাকিস্তান পিপলস পার্টি এবং পিএমএলএনসহ সব সহযোগী দলকে ধন্যবাদ জানিয়েছেন।

শাহবাজ শরীফ বলেন, ‘নওয়াজ শরীফ এবং আসিফ আলি জারদারি কখনোই পাকিস্তানের স্বার্থের ক্ষতি করার কথা ভাবেননি। আমাকে এই পদে মনোনীত করায় আমি নওয়াজ শরীফকে অভিনন্দন জানাই। আমি বিলাওয়াল ভুট্টো, খালিদ মুকুব সিদ্দিকী, চৌধুরী সুজাত, সালিক হুসেন, আব্দুল আলিম খান, সরদার খালিদ মাগসি এবং দলের সব সদস্যদের নির্বাচনে সমর্থন করার জন্য ধন্যবাদ জানাই। ‘

পাকিস্তানের ২৪ তম প্রধানমন্ত্রী শাহবাজ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। সেই সঙ্গে তিনি আরেক সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএল-এনের সুপ্রিমো নওয়াজ শরিফের ভাই। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের চাচা।

রোববার পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশনে পার্লামেন্ট সদস্যদের (এমপি) ভোটে জাতীয় পরিষদের নেতা ও দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন শাহবাজ। এই পদে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ওমর আইয়ুব।

জাতীয় পরিষদের ভোটাভুটিতে শাহবাজ ২০১ ভোট পেয়েছেন। আর ওমর পান ৯২ ভোট। পাকিস্তানের সংবিধানে বলা আছে, প্রধানমন্ত্রী হতে হলে কোনো প্রার্থীকে পার্লামেন্টের ৩৩৬ সদস্যের মধ্যে ১৬৯ জনের ভোট পেতে হবে। পর্যাপ্ত সংখ্যক ভোট পাওয়ায় নওয়াজকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত ঘোষণা করেন স্পিকার।

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বিজয়ী ভাষণে যা বললেন শাহবাজ

প্রকাশের সময় : ০৫:৪৯:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪

পাকিস্তানে ২৪ তম প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) প্রেসিডেন্ট শাহবাজ শরীফ। দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তিনি পাকিস্তানের জাতীয় পরিষদে বিজয়ী ভাষণ দিয়েছেন।খবর সামা টিভির।

ভাষণে গত ৯ মে সংগঠিত ঘটনা সামনে এনে ইমরান খানের সমর্থকদের ‘দাঙ্গাবাজ’ হিসেবে অভিহিত করেন তিনি। এসময় তিনি ‘দাঙ্গাবাজ’ এবং দেশপ্রেমিক পাকিস্তানিদের মধ্যে একটি বড় পার্থক্য আছে বলে উল্লেখ করেন। ভাষণে মিত্র দলগুলোর সমর্থন নিয়ে পাকিস্তানকে পুনর্গঠনের প্রতিশ্রুতিও দিয়েছেন শাহবাজ।

শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী হিসেবে তাকে সমর্থন ও ভোট দেওয়ার জন্য ইস্তেহকাম-ই-পাকিস্তান পার্টির (আইপিপি) সভাপতি আবদুল আলিম খান, পাকিস্তান পিপলস পার্টি এবং পিএমএলএনসহ সব সহযোগী দলকে ধন্যবাদ জানিয়েছেন।

শাহবাজ শরীফ বলেন, ‘নওয়াজ শরীফ এবং আসিফ আলি জারদারি কখনোই পাকিস্তানের স্বার্থের ক্ষতি করার কথা ভাবেননি। আমাকে এই পদে মনোনীত করায় আমি নওয়াজ শরীফকে অভিনন্দন জানাই। আমি বিলাওয়াল ভুট্টো, খালিদ মুকুব সিদ্দিকী, চৌধুরী সুজাত, সালিক হুসেন, আব্দুল আলিম খান, সরদার খালিদ মাগসি এবং দলের সব সদস্যদের নির্বাচনে সমর্থন করার জন্য ধন্যবাদ জানাই। ‘

পাকিস্তানের ২৪ তম প্রধানমন্ত্রী শাহবাজ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। সেই সঙ্গে তিনি আরেক সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএল-এনের সুপ্রিমো নওয়াজ শরিফের ভাই। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের চাচা।

রোববার পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশনে পার্লামেন্ট সদস্যদের (এমপি) ভোটে জাতীয় পরিষদের নেতা ও দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন শাহবাজ। এই পদে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ওমর আইয়ুব।

জাতীয় পরিষদের ভোটাভুটিতে শাহবাজ ২০১ ভোট পেয়েছেন। আর ওমর পান ৯২ ভোট। পাকিস্তানের সংবিধানে বলা আছে, প্রধানমন্ত্রী হতে হলে কোনো প্রার্থীকে পার্লামেন্টের ৩৩৬ সদস্যের মধ্যে ১৬৯ জনের ভোট পেতে হবে। পর্যাপ্ত সংখ্যক ভোট পাওয়ায় নওয়াজকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত ঘোষণা করেন স্পিকার।

হককথা/নাছরিন