নিউইয়র্ক ০২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সৌদি আরবে পর্যটক সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:২৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
  • / ১০৭ বার পঠিত

সৌদি আরবে পর্যটকের সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে। দেশটির পর্যটনমন্ত্রী আহমেদ আল খাতিব এ কথা জানিয়েছেন। তিনি জানান যে, সৌদি আরব এক বছরে ১০ কোটি পর্যটকের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল তা দেশটি অর্জন করেছে। এ খবর দিয়েছে গালফ নিউজ।

খবরে জানানো হয়, এই পর্যটকদের মধ্যে ৭ কোটি ৭ লাখ হচ্ছেন স্থানীয় পর্যটক। আর অন্যান্য দেশ থেকে সৌদিতে ঘুরতে গিয়েছিলেন ২ কোটি ৭০ লাখ। কয়েক বছর ধরে বিশ্বের অন্যতম বড় পর্যটন গন্তব্য হওয়ার চেষ্টায় আছে সৌদি। সৌদি পর্যটনমন্ত্রী আরও জানান, ক্রাউন্স প্রিন্স মোহাম্মদ বিন সালমান ২০৩০ সাল থেকে প্রতি বছর ১৫ কোটি পর্যটক টানার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। এর মধ্যে স্থানীয় পর্যটক হবে ৮ কোটি এবং বিদেশি পর্যটক থাকবে ৭ কোটি।

দেশটির লক্ষ্য হলো পর্যটন সমৃদ্ধ বিশ্বের সেরা ১০টি দেশের মধ্যে জায়গা করে নেয়া। আহমেদ আল খাতিব বলেন, পর্যটন খাতে কাজ করার জন্য প্রতি বছর এক লাখ তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেবে সৌদি আরব। এরমধ্যে ১৫ হাজার জনকে বিশ্বের সেরা প্রতিষ্ঠানগুলোতে প্রশিক্ষণের জন্য পাঠানো হবে। তিনি জানান, ২০২০ সালে প্রতিষ্ঠিত পর্যটন ফান্ড থেকে ৩৫ বিলিয়ন ডলার খরচ করে ৫০টি প্রজেক্টের কাজ চলমান রয়েছে।

তেল রপ্তানির ওপর থেকে অর্থনীতির নির্ভরশীলতা কমাতে পর্যটন খাতের ওপর জোর দিচ্ছে সৌদি আরব। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ২০৩০ সালের মধ্যে সৌদিকে একটি পর্যটন নির্ভর দেশে পরিণত করার লক্ষ্যমাত্রা ঠিক করেছেন। এর মধ্যে রয়েছে বিভিন্ন জাতীয়তার নাগরিকদের ‘অন এরাইভাল’ ও অনলাইন পর্যটন ভিসা প্রদান।

পর্যটনমন্ত্রী বলেছিলেন যে, তার মন্ত্রণালয় আতিথেয়তা সুবিধা বাড়াতে দেশজুড়ে বড় হোটেল চালু করার জন্য একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। সৌদি আরবের অর্থনীতিতে পর্যটন খাতের অবদান গত বছর ৪.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সূত্র : মানবজমিন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

সৌদি আরবে পর্যটক সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে

প্রকাশের সময় : ১২:২৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪

সৌদি আরবে পর্যটকের সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে। দেশটির পর্যটনমন্ত্রী আহমেদ আল খাতিব এ কথা জানিয়েছেন। তিনি জানান যে, সৌদি আরব এক বছরে ১০ কোটি পর্যটকের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল তা দেশটি অর্জন করেছে। এ খবর দিয়েছে গালফ নিউজ।

খবরে জানানো হয়, এই পর্যটকদের মধ্যে ৭ কোটি ৭ লাখ হচ্ছেন স্থানীয় পর্যটক। আর অন্যান্য দেশ থেকে সৌদিতে ঘুরতে গিয়েছিলেন ২ কোটি ৭০ লাখ। কয়েক বছর ধরে বিশ্বের অন্যতম বড় পর্যটন গন্তব্য হওয়ার চেষ্টায় আছে সৌদি। সৌদি পর্যটনমন্ত্রী আরও জানান, ক্রাউন্স প্রিন্স মোহাম্মদ বিন সালমান ২০৩০ সাল থেকে প্রতি বছর ১৫ কোটি পর্যটক টানার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। এর মধ্যে স্থানীয় পর্যটক হবে ৮ কোটি এবং বিদেশি পর্যটক থাকবে ৭ কোটি।

দেশটির লক্ষ্য হলো পর্যটন সমৃদ্ধ বিশ্বের সেরা ১০টি দেশের মধ্যে জায়গা করে নেয়া। আহমেদ আল খাতিব বলেন, পর্যটন খাতে কাজ করার জন্য প্রতি বছর এক লাখ তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেবে সৌদি আরব। এরমধ্যে ১৫ হাজার জনকে বিশ্বের সেরা প্রতিষ্ঠানগুলোতে প্রশিক্ষণের জন্য পাঠানো হবে। তিনি জানান, ২০২০ সালে প্রতিষ্ঠিত পর্যটন ফান্ড থেকে ৩৫ বিলিয়ন ডলার খরচ করে ৫০টি প্রজেক্টের কাজ চলমান রয়েছে।

তেল রপ্তানির ওপর থেকে অর্থনীতির নির্ভরশীলতা কমাতে পর্যটন খাতের ওপর জোর দিচ্ছে সৌদি আরব। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ২০৩০ সালের মধ্যে সৌদিকে একটি পর্যটন নির্ভর দেশে পরিণত করার লক্ষ্যমাত্রা ঠিক করেছেন। এর মধ্যে রয়েছে বিভিন্ন জাতীয়তার নাগরিকদের ‘অন এরাইভাল’ ও অনলাইন পর্যটন ভিসা প্রদান।

পর্যটনমন্ত্রী বলেছিলেন যে, তার মন্ত্রণালয় আতিথেয়তা সুবিধা বাড়াতে দেশজুড়ে বড় হোটেল চালু করার জন্য একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। সৌদি আরবের অর্থনীতিতে পর্যটন খাতের অবদান গত বছর ৪.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সূত্র : মানবজমিন।