পেট্রল রপ্তানি বন্ধের নির্দেশ রাশিয়ার
- প্রকাশের সময় : ১১:৪৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
- / ৮২ বার পঠিত
আগামী সপ্তাহ থেকে ছয় মাসের জন্য পেট্রল রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করেছে রাশিয়া। আজ মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়। মস্কো জানিয়েছে, অভ্যন্তরীণ চাহিদা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাস জানায়, প্রধানমন্ত্রী মিখাইল মিশুসতিন এই নিষেধাজ্ঞা অনুমোদন দিয়েছেন। গত বছরও অভ্যন্তরীণ বাজারে ঘাটতি ও মূল্যবৃদ্ধি দেখা দেওয়ায় এমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
রুশ সংবাদমাধ্যম আরবিসি জানায়, উপপ্রধানমন্ত্রী আলেক্সান্দার নোভাক ২১ ফেব্রুয়ারি এই প্রস্তাব দেন। তিনি বলেন, অভ্যন্তরীণ বাজারে খুব শিগগিরই জ্বালানির চাহিদা তৈরি হবে। এই চাহিদা মেটাতে ও দাম নিয়ন্ত্রণে রাখতে পদক্ষেপ নেওয়া জরুরি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইউরেসিয়ান ইকোনমিক ইউনিউদের সদস্যরাষ্ট্রগুলো এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। আর্মেনিয়া, বেলারুশ, কাজাখস্তান, কিরগিস্তান, মঙ্গোলিযা ও উজবেকিস্তান এই জোটের সদস্য। সূত্র : আমাদের সময়।