নিউইয়র্ক ০৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:১২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৬৪ বার পঠিত

ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা জোরদার করেছে রাশিয়ান বাহিনী। রোববার (১৬ ফেব্রুয়ারি) কিয়েভের সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। খবর বার্তাসংস্থা রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর একজন কর্মকর্তা বলেছেন, মস্কো হামলা ও আক্রমণের তীব্রতা বাড়াতে পারে। এরপরেই কিয়েভ বলছে, ক্ষতিগ্রস্ত লজিস্টিক হাব পোকরোভস্কের কাছে সবথেকে বড় হামলা চালানো হয়েছে।

কিয়েভের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার ২৪ ঘণ্টায় রুশ বাহিনীর সঙ্গে ২৬১ বার লড়াইয়ের ঘটনা ঘটেছে। এই ঘটনা চলতি বছরের একদিনেই সর্বোচ্চ রেকর্ড করা ঘটনা। যা দৈনিক ১০০ লড়াইয়ের দ্বিগুণেরও বেশি।

শনিবার রাতে ইউক্রেনের সামরিক বাহিনীর ‘ডিপস্টেট’ ব্লগ লিখেছে, ২০২৫ সালের আজ (শনিবার) যুদ্ধক্ষেত্রে ছিল সবচেয়ে কঠিনতম দিন। রোববার রাতে ইউক্রেনের সামরিক বাহিনীর আরেকটি প্রতিবেদনে দেখা যায়, পরবর্তী ২৪ ঘণ্টায় লড়াইয়ের সংখ্যা ১১৭তে নেমে এসেছে। পোকরোভস্ক সেক্টরে শুরু হওয়া ৩৮টি আক্রমণ এখনও অব্যাহত আছে। এর আগে শনিবার রুশ বাহিনী পোকরোভস্কের উত্তরপূর্বাঞ্চলীয় বেরেজিভকা গ্রাম দখলে নিয়েছে।

এ ছাড়া ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনী ধারাবাহিকভাবে এগিয়েছে। গ্রামের পর গ্রাম দখল করার কথা ঘোষণা দিয়েছে। তবে ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে এসে লড়াইয়ের তীব্রতা কমে যায়।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া

প্রকাশের সময় : ০৩:১২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা জোরদার করেছে রাশিয়ান বাহিনী। রোববার (১৬ ফেব্রুয়ারি) কিয়েভের সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। খবর বার্তাসংস্থা রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর একজন কর্মকর্তা বলেছেন, মস্কো হামলা ও আক্রমণের তীব্রতা বাড়াতে পারে। এরপরেই কিয়েভ বলছে, ক্ষতিগ্রস্ত লজিস্টিক হাব পোকরোভস্কের কাছে সবথেকে বড় হামলা চালানো হয়েছে।

কিয়েভের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার ২৪ ঘণ্টায় রুশ বাহিনীর সঙ্গে ২৬১ বার লড়াইয়ের ঘটনা ঘটেছে। এই ঘটনা চলতি বছরের একদিনেই সর্বোচ্চ রেকর্ড করা ঘটনা। যা দৈনিক ১০০ লড়াইয়ের দ্বিগুণেরও বেশি।

শনিবার রাতে ইউক্রেনের সামরিক বাহিনীর ‘ডিপস্টেট’ ব্লগ লিখেছে, ২০২৫ সালের আজ (শনিবার) যুদ্ধক্ষেত্রে ছিল সবচেয়ে কঠিনতম দিন। রোববার রাতে ইউক্রেনের সামরিক বাহিনীর আরেকটি প্রতিবেদনে দেখা যায়, পরবর্তী ২৪ ঘণ্টায় লড়াইয়ের সংখ্যা ১১৭তে নেমে এসেছে। পোকরোভস্ক সেক্টরে শুরু হওয়া ৩৮টি আক্রমণ এখনও অব্যাহত আছে। এর আগে শনিবার রুশ বাহিনী পোকরোভস্কের উত্তরপূর্বাঞ্চলীয় বেরেজিভকা গ্রাম দখলে নিয়েছে।

এ ছাড়া ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনী ধারাবাহিকভাবে এগিয়েছে। গ্রামের পর গ্রাম দখল করার কথা ঘোষণা দিয়েছে। তবে ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে এসে লড়াইয়ের তীব্রতা কমে যায়।