বিজ্ঞাপন :   
                    
                    যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশদলের পৃথিবীতে প্রত্যাবর্তন
																
								
							
                                
                              							  রিপোর্ট:									
								
                                
                                - প্রকাশের সময় : ০২:৩৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
 - / ১৪৫ বার পঠিত
 
বেসরকারি আমেরিকান কোম্পানি এক্সিওস্পেসের মহাকাশদলটি স্থানীয় সময় ৯ ফেব্রুয়ারি মহাকাশের মিশন শেষ করে পৃথিবীতে ফিরে আসে। মিশনে অংশগ্রহণকারীদের নিয়ে আমেরিকান ড্রাগন মহাকাশযানটি ফ্লোরিডার উপকূলে অবতরণ করে। এ মিশনটি, যার কোড নাম ‘এএক্স-৩’, হচ্ছে এক্সিওম এ্যারোস্পেস কর্পোরেশন এবং নাসা-র মধ্যে একটি বাণিজ্যিক সহযোগিতা প্রকল্প।
মিশনে অংশগ্রহণকারী চার মহাকাশচারী হলেন: প্রাক্তন নাসা মহাকাশচারী মাইকেল লোপেজ-আলেগ্রিয়া, ইতালির ওয়াল্টার ভিলাদাই, তুরস্কের আলপার গাজেরাভসি, ও সুইডেনের মার্কাস ভান্তে। মহাকাশযানটি চলতি বছরের ১৮ জানুয়ারি ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে একটি ফ্যালকন ৯ রকেটের সাহায্যে চার নভোচারীকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যায়। সূত্র : দৈনিক ইনকিলাব।
																			


















