ইসরায়েলের পার্লামেন্টে ঢুকে জিম্মিদের স্বজনদের বিক্ষোভ
- প্রকাশের সময় : ০৬:৩৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
- / ২৮ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : গাজায় হামাসের হাতে বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্ত করে আনতে আরও বেশি কিছু করার দাবি নিয়ে আজ সোমবার (২২ জানুয়ারি) জেরুজালেমে ইসরায়েলের পার্লামেন্টে ঢুকে পড়েন জিম্মিদের স্বজনরা।
তারা নিরাপত্তারক্ষীদের বাধা উপেক্ষা করে জোর করে ঠেলে পার্মলামেন্টের একটি কক্ষে ঢুকে পড়েন এবং চিৎকার করে নিজেদের দাবি জানাতে থাকেন। তাদের কারো কারো হাতে প্ল্যাকার্ড এবং পরনে জিম্মিদের ছবি সম্বলিত কালো টি-শার্ট ছিল। ঘটনার সময় সেখানে একটি পার্লামেন্টারি কমিটির বৈঠক চলছিল।
স্বজনদের ওই দলটিতে প্রায় ২০ জন ছিলেন। সোমবার জিম্মিদের স্বজনদের পার্লামেন্টে ঢুকে পড়ার ঘটনার ভিডিও অনলাইনে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, তিন স্বজনের ছবি নিয়ে পার্লামেন্টে ঢুকে পড়া এক নারী কাঁদতে কাঁদতে বলেন, তিন জনের মধ্যে অন্তত একজনকে আমার কাছে জীবিত ফেরত দিন!
মাঝে গত নভেম্বর মাসে সাত দিনের যুদ্ধবিরতিতে ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের বিনিময়ে শতাধিক ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। গাজার সশস্ত্র দলটির হাতে আরো প্রায় ১৩০ জন জিম্মি রয়েছে বলে ধারণা করা হয়।
গাজা যুদ্ধের প্রায় চার মাস হতে চলেছে। এই সময়ে নেতানিয়াহু ও তার সরকারের নেতৃত্বের জনপ্রিয়তা কমার ইঙ্গিত বিভিন্ন জনমত জরিপে উঠে এসেছে। সূত্র- আল-জাজিরা
হককথা/নাছরিন