দক্ষিণ কোরিয়াকে ধ্বংস করতে দ্বিধা করবে না পিয়ংইয়ং: কিম
- প্রকাশের সময় : ১২:০৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
- / ২৯ বার পঠিত
দক্ষিণ কোরিয়া পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করলে উত্তর কোরিয়া সিউলকে ‘ধ্বংস করতে’ দ্বিধা করবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। প্রতিবেশি এ দুই দেশের কূটনৈতিক সম্পর্ক একেবারে চরম পর্যায়ে পৌঁছানোর প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন।
উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠান চলাকালে এ মন্তব্য করেন কিম। পারমাণবিক ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়া এ বছর সাংবিধানিকভাবে দক্ষিণ কোরিয়াকে ‘প্রধান শত্রু’ দেশ ঘোষণা করেছে।
কিম বলেন, শত্রুরা আমাদের দেশের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করার সাহস দেখালে আমরা কঠিন সিদ্ধান্ত গ্রহণ করবো যা ইতিহাসকে বদলে দেবে এবং সিউলকে ধ্বংস করতে শক্তিশালী অস্ত্র ব্যবহারে দ্বিধা করবো না। তিনি আরও বলেন, এক্ষেত্রে শান্তি প্রার্থনা করার বা আলোচনার মাধ্যমে বিনিময় করার কিছু নেই।
এর আগে দক্ষিণ কোরিয়া এবং তাদের মিত্র দেশ যুক্তরাষ্ট্রের কথা উল্লেখ করে চলতি বছরের জানুয়ারি মাসে এক বিবৃতিতে কিম বলেছিলেন, শত্রুরা উসকানি দিলে তাদের ‘ধ্বংস’ করা হবে। এছাড়াও ২০২৩ সালের মার্চ মাসে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক হামলার প্রস্তুতি নিতে বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন কিম। সূত্র : একাত্তর টিভি।