যুক্তরাষ্ট্রের হামলায় জড়িত থাকার কথা অস্বীকার জর্ডানের
- প্রকাশের সময় : ১২:১৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ৬২ বার পঠিত
ইরাক ও সিরিয়ায় চালানো যুক্তরাষ্ট্রের প্রতিশোধমূলক হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে জর্ডান। এছাড়া বাগদাদ সরকারের সাথে সমন্বয় করে ওয়াশিংটন এই হামলা চালিয়েছে বলে যে দাবি করা হয়েছে, সেটি অস্বীকার করেছে ইরাক। রোববার আলাদা প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা তাস ও প্রেসটিভি।
গত সপ্তাহে জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার জবাবে ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনী ও তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর ৮৫টির বেশি লক্ষ্যবস্তুতে এই হামলা চালায় যুক্তরাষ্ট্র। জর্ডানের সশস্ত্র বাহিনীর জেনারেল কমান্ডের একজন কর্মকর্তা বলেছেন, রয়্যাল জর্ডানিয়ান এয়ার ফোর্স রাতে ইরাকে যুক্তরাষ্ট্রের বাহিনীর পরিচালিত বিমান হামলায় অংশ নেয়নি।
অন্যদিকে ইরাকি সরকারের মুখপাত্র বাসেম আল-আওয়াদি যুক্তরাষ্ট্রকে ‘এই আগ্রাসন পরিচালনা করার আগে সমন্বয় করা হয়েছে বলে ঘোষণা করে’ প্রতারণা করার জন্যও অভিযুক্ত করেছেন। ৭ অক্টোবর গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে তুমুল উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরাক, সিরিয়া এবং জর্ডানে ১৬০ বারেরও বেশি আক্রমণ করেছে। সূত্র : একাত্তর টিভি।