অন্তরঙ্গতা নাকি অন্যকিছু!

- প্রকাশের সময় : ০৬:৩৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
- / ৩০ বার পঠিত
দক্ষিণ-পূর্ব এশিয়া সফরের শুরুতে ভিয়েতনামে পৌঁছানোর পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে তার স্ত্রী ব্রিজিট ম্যাক্র চড় বা ধাক্কা দিয়েছেন বলে কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। এক ভিডিওতে দেখা যায়, রোববার রাতে প্রেসিডেন্ট বিমান থেকে নামার আগে ব্রিজিট তার স্বামীর মুখের দিকে হাত বাড়িয়ে যেন ধাক্কা দেন বা থাপ্পড় মারেন। এরপর প্রেসিডেন্ট ম্যাক্রনকে কিছুটা পেছনে সরে যেতে দেখা যায়। তবে তিনি দ্রুত নিজেকে সামলে নিয়ে নিচে দাঁড়ানো ক্যামেরার দিকে হাত নাড়ান। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কথা ছড়িয়ে পড়েছে। জবাবে জানানো হয়েছে, এটা তাদের মধ্যে অন্তরঙ্গ মুহূর্ত। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এই ঘটনার পর কিছুক্ষণের জন্য ব্রিজিটকে দেখা যায়নি, তবে পরে এ দম্পতিকে একসাথে সিঁড়ি বেয়ে নামতে দেখা যায়। তবে এলিসি প্রাসাদ (ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়) এই ঘটনাটিকে গুরুত্ব না দিয়ে জানিয়েছে, এটি কোনো দাম্পত্য কলহের ঘটনা নয়। তারা দাবি করে, ভিয়েতনামে বিমান নামার পর ভ্রমণ শুরুর আগে প্রেসিডেন্ট ও তার স্ত্রী শেষবারের মতো কিছুটা হাস্যরস উপভোগ করছিলেন। একজন কর্মকর্তা বলেন, এটি ছিল তাদের ঘনিষ্ঠ মুহূর্ত। প্রেসিডেন্টের এক ঘনিষ্ঠ সহযোগী ঘটনাটিকে এ ‘দম্পতির খুনসুঁটি’ বলে উল্লেখ করেছেন। আরেকজন বলেন, এই ঘটনার কোনও বিশেষ তাৎপর্য নেই।
ম্যাক্রনের এই সফর প্রায় এক দশকে কোনো ফরাসি প্রেসিডেন্টের প্রথম ভিয়েতনাম সফর। ভিয়েতনামের অর্থনীতি মূলত রপ্তানিনির্ভর, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় কিছু ছাড় দিয়েছে, যাতে শতকরা ৪৬ ভাগ শুল্ক এড়ানো যায়। তবে ইউরোপীয় ইউনিয়ন উদ্বিগ্ন যে, আমেরিকান পণ্য বেশি কেনার মাধ্যমে ভিয়েতনাম ইউরোপের বাণিজ্যিক স্বার্থকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ওদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানি করা পণ্যের ওপর শতকরা ৫০ ভাগ শুল্ক আরোপের হুমকি দিলেও দু’দিন পর সেই অবস্থান কিছুটা নমনীয় করেন এবং আগামী ৯ জুলাইয়ের মধ্যে ওয়াশিংটন ও ব্রাসেলসের মধ্যে আলোচনা করার সময়সীমা নির্ধারণ করেন।