নিউইয়র্ক ০৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

জাতিসংঘের যুক্তরাষ্ট্রের–ব্রিটিশ কর্মীদের ইয়েমেন ছাড়তে বলল হুতি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:৪১:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
  • / ৪৬ বার পঠিত

ইয়েমেনে কর্মরত জাতিসংঘ ও এর আওতাধীন বিভিন্ন সংস্থার যেসব কর্মীর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে, তাঁদের ইয়েমেন ছাড়তে বলেছে হুতি বিদ্রোহীরা। এ জন্য হুতিদের পক্ষ থেকে জাতিসংঘের যুক্তরাষ্ট্রের–ব্রিটিশ কর্মীদের এক মাসের সময় দেওয়া হয়েছে।

হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানার কর্তৃপক্ষ ইয়েমেনে জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে একটি চিঠি দিয়েছে। গত ২০ জানুয়ারি পাঠানো ওই চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়েছে। চিঠিতে হুতি বিদ্রোহীরা জানিয়েছে, এক মাসের মধ্যে ইয়েমেনে কর্মরত জাতিসংঘ ও এর আওতাধীন বিভিন্ন সংস্থার যুক্তরাষ্ট্রের–ব্রিটিশ কর্মীদের চলে যেতে হবে।

ইয়েমেনে জাতিসংঘের একজন কর্মকর্তা এএফপিকে নিশ্চিত করেছেন যে তাঁরা হুতি প্রশাসনের পক্ষ থেকে এমন চিঠি পেয়েছেন। যুদ্ধকবলিত ইয়েমেনে জাতিসংঘ পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম সমন্বয় করেন পিটার হকিন্স। তিনি নিজেও যুক্তরাজ্যের নাগরিক।

ইরান–সমর্থিত হুতিরা নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চালাচ্ছে। গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ ও গাজাবাসীর সঙ্গে সংহতি প্রকাশে এসব হামলা চালাচ্ছে তারা। হুতিরা ইয়েমেনের বেশির ভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে।

লোহিত সাগর বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। তাই হুতিদের একের পর এক জাহাজে হামলা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের উদ্বেগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। সূত্র : প্রথম আলো।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

জাতিসংঘের যুক্তরাষ্ট্রের–ব্রিটিশ কর্মীদের ইয়েমেন ছাড়তে বলল হুতি

প্রকাশের সময় : ০৩:৪১:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪

ইয়েমেনে কর্মরত জাতিসংঘ ও এর আওতাধীন বিভিন্ন সংস্থার যেসব কর্মীর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে, তাঁদের ইয়েমেন ছাড়তে বলেছে হুতি বিদ্রোহীরা। এ জন্য হুতিদের পক্ষ থেকে জাতিসংঘের যুক্তরাষ্ট্রের–ব্রিটিশ কর্মীদের এক মাসের সময় দেওয়া হয়েছে।

হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানার কর্তৃপক্ষ ইয়েমেনে জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে একটি চিঠি দিয়েছে। গত ২০ জানুয়ারি পাঠানো ওই চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়েছে। চিঠিতে হুতি বিদ্রোহীরা জানিয়েছে, এক মাসের মধ্যে ইয়েমেনে কর্মরত জাতিসংঘ ও এর আওতাধীন বিভিন্ন সংস্থার যুক্তরাষ্ট্রের–ব্রিটিশ কর্মীদের চলে যেতে হবে।

ইয়েমেনে জাতিসংঘের একজন কর্মকর্তা এএফপিকে নিশ্চিত করেছেন যে তাঁরা হুতি প্রশাসনের পক্ষ থেকে এমন চিঠি পেয়েছেন। যুদ্ধকবলিত ইয়েমেনে জাতিসংঘ পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম সমন্বয় করেন পিটার হকিন্স। তিনি নিজেও যুক্তরাজ্যের নাগরিক।

ইরান–সমর্থিত হুতিরা নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চালাচ্ছে। গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ ও গাজাবাসীর সঙ্গে সংহতি প্রকাশে এসব হামলা চালাচ্ছে তারা। হুতিরা ইয়েমেনের বেশির ভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে।

লোহিত সাগর বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। তাই হুতিদের একের পর এক জাহাজে হামলা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের উদ্বেগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। সূত্র : প্রথম আলো।