ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করল হুতি
- প্রকাশের সময় : ০৪:৩৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
- / ৬১ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতি। গতকাল মঙ্গলবার পেন্টাগন জানায়, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটির হামলায়এমকিউ–৯ রিপার নামে একটি ড্রোন ধ্বংস হয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
পেন্টগনের ডেপুটি মুখপাত্র সাবরিনা সিং বলেন, ড্রোনটি লক্ষ্য করে হুতিরা সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। যা ড্রোনটি ভূপাতিত হওয়ার প্রাথমিক কারণ হিসেবে মনে করা হচ্ছে। তিনি বলেন, ‘ড্রোনটি ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত অঞ্চলের উপকূলে লোহিত সাগরে পড়ে যায়। ভূপাতিত ড্রোনটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।’
এ দিকে একই দিন এডেন উপসাগরে দুটি মার্কিন জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে হুতিরা। বেশ কয়েক মাস থেকে হুতিরা তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে বাণিজ্য জাহাজের ওপর হামলা চালিয়ে আসছে।
গত বছরের নভেম্বরে ইয়েমেনের উপকূলে একই মডেলের আরেকটি যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করেছিল হুতিরা।
হককথা/নাছরিন