ইসরায়েলে যুদ্ধবিমানের যন্ত্রাংশ রপ্তানি বন্ধে নির্দেশ ডাচ আদালতের
- প্রকাশের সময় : ১২:০৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ২২৫ বার পঠিত
ইসরায়েলে এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ রপ্তানি বন্ধ করতে নেদারল্যান্ডের সরকারকে নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। গাজা ভূখণ্ডে ইসরায়েলের হামলা নিয়ে উদ্বেগ জানিয়ে একাধিক মানবাধিকার গোষ্ঠীর দায়ের করা মামলার পর সোমবার এই রায় দেন আদালত।
ডাচ আদালত বলেছেন, সাত দিনের মধ্যে সরকারকে এই রায় কার্যকর করতে হবে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যেতে পারে। খবর ভয়েস অব আমেরিকার। আদালত বলেন, আন্তর্জাতিক মানবিক আইনকে গুরুতরভাবে লঙ্ঘন করতে রপ্তানিকৃত এফ-৩৫ যন্ত্রাংশ ব্যবহৃত হওয়ার স্পষ্ট ঝুঁকি রয়েছে। নেদারল্যান্ডে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশের গুদাম রয়েছে যা কয়েকটি দেশে রপ্তানি করা হয়।
গাজা ভূখণ্ডে যুদ্ধাপরাধের দায় নাকচ করেছে ইসরায়েল। অক্টোবরে ইসরাইলে হামাসের অতর্কিত হামলায় ১২০০ জন নিহত হওয়ার পর হামাসের বিরুদ্ধে ইসরায়েল সামরিক অভিযান শুরু করে। হামাসের হামলার জবাবে ইসরায়েলের হামলায় ২৮ হাজার ৩০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস-পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সূত্র : সমকাল।


















