নিউইয়র্ক ০৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

আইসিজের রায়ের পরও বেপরোয়া ইসরাইল, যুদ্ধবিরতি অনিশ্চিত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:৫৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪
  • / ৬০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আইসিজের রায়ের পরও অবরুদ্ধ গাজা উপত্যকায় বেপরোয়া ইসরাইল। গেলো ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ১৭৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩১০ জন। এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা ২৬ হাজার দুইশ’ ৫৭ জনে দাঁড়িয়েছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের বরাতে রোববার এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালত ইসরাইলকে গণহত্যা বন্ধের নির্দেশ দেয়ার পরও, গাজায় হামলা জোড়ালো করেছে তেল আবিব। ফলে যুদ্ধবিরতি অনেকটাই অনিশ্চিত হয়েছে পড়েছে।

শনিবার গাজাজুড়ে বোমা হামলা আরও তীব্র করেছে ইসরাইলের সেনাবাহিনী। বিশেষ করে গাজার দক্ষিণের শহর খান ইউনিসের হাসপাতালসহ বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে ক্রমাগত বিমান হামলা চালানো হচ্ছে। খান ইউনিসে হামাস ও ইসরাইলি বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। সেখানের নাসের হাসপাতাল এরইমধ্যে পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম বিপাকে পড়েছে রোগীরা।

এর আগে গেলো অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ২৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়াও আহত ফিলিস্তিনির সংখ্যা পৌঁছেছে ৬৪ হাজার ৭শ ৯৭ জনে।

গাজায় যুদ্ধ বন্ধের আহবান জানিয়ে জাতিসংঘ বলছে, ইসরাইলি আক্রমণের ফলে গাজার জনসংখ্যার ৮৫ শতাংশ খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। ওই অঞ্চলের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

সংস্থাটি সতর্ক করে বলেছে, গাজার ২২ লাখ অধিবাসী দুর্ভিক্ষের ভয়াবহ ঝুঁকিতে রয়েছে। দ্রুত ত্রাণ পৌঁছাতে না পারলে বিশ্বকে জবাবদিহি করতে হবে।

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আইসিজের রায়ের পরও বেপরোয়া ইসরাইল, যুদ্ধবিরতি অনিশ্চিত

প্রকাশের সময় : ০৩:৫৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আইসিজের রায়ের পরও অবরুদ্ধ গাজা উপত্যকায় বেপরোয়া ইসরাইল। গেলো ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ১৭৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩১০ জন। এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা ২৬ হাজার দুইশ’ ৫৭ জনে দাঁড়িয়েছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের বরাতে রোববার এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালত ইসরাইলকে গণহত্যা বন্ধের নির্দেশ দেয়ার পরও, গাজায় হামলা জোড়ালো করেছে তেল আবিব। ফলে যুদ্ধবিরতি অনেকটাই অনিশ্চিত হয়েছে পড়েছে।

শনিবার গাজাজুড়ে বোমা হামলা আরও তীব্র করেছে ইসরাইলের সেনাবাহিনী। বিশেষ করে গাজার দক্ষিণের শহর খান ইউনিসের হাসপাতালসহ বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে ক্রমাগত বিমান হামলা চালানো হচ্ছে। খান ইউনিসে হামাস ও ইসরাইলি বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। সেখানের নাসের হাসপাতাল এরইমধ্যে পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম বিপাকে পড়েছে রোগীরা।

এর আগে গেলো অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ২৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়াও আহত ফিলিস্তিনির সংখ্যা পৌঁছেছে ৬৪ হাজার ৭শ ৯৭ জনে।

গাজায় যুদ্ধ বন্ধের আহবান জানিয়ে জাতিসংঘ বলছে, ইসরাইলি আক্রমণের ফলে গাজার জনসংখ্যার ৮৫ শতাংশ খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। ওই অঞ্চলের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

সংস্থাটি সতর্ক করে বলেছে, গাজার ২২ লাখ অধিবাসী দুর্ভিক্ষের ভয়াবহ ঝুঁকিতে রয়েছে। দ্রুত ত্রাণ পৌঁছাতে না পারলে বিশ্বকে জবাবদিহি করতে হবে।

হককথা/নাছরিন