মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- প্রকাশের সময় : ০৬:২৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
- / ৮৯ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী দাইম জয়নুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)। ব্যক্তিগত সম্পদের তথ্য গোপনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন ৮৫ বছরের সাবেক এ অর্থমন্ত্রী। স্থানীয় সময় সোমবার (২৯ জানুয়ারি) এ বিষয়ে প্রথম শুনানি অনুষ্ঠিত হয়েছে।খবর রয়টার্স।
মালয়েশিয়ার প্রবীণ নেতা এবং আনোয়ার ইব্রাহীমের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী মাহাথির মোহাম্মদের ঘনিষ্ঠ বন্ধু দাইম জয়নুদ্দিন। তার ঘোষিত অর্থের চেয়ে বেশি সম্পদ রাখার সন্দেহে সম্প্রতি তদন্ত শুরু করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন। এর আগে গত সপ্তাহে দাইমের স্ত্রী নাইমাহ আব্দুল খালিদকে সম্পদের তথ্য গোপনের অভিযোগে অভিযুক্ত করে এমএসিসি। এছাড়া মাহাথিরের দুই ছেলে মিরজান ও মোখজানির সম্পদের তথ্য চেয়ে চিঠি দেয়া হয়েছে বলে জানা গেছে।
অভিযোগের বিষয়ে মাহাথিরের পরিবার তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে এ অনুসন্ধান রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করেছন দেশটির সাবেক প্রধানমন্ত্রী।
এর আগে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম দুর্নীতি দমনের কঠিন প্রতিশ্রুতি দিয়েছিলেন। যদিও তার সমালোচকরা অভিযোগ তুলেছেন তিনি তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের দমন করতে দুর্নীতিবিরোধী এ সংস্থা ব্যবহার করছেন। তবে বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
হককথা/নাছরিন