নিউইয়র্ক ০২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মালয়েশিয়ায় ‘আল্লাহ’ লেখা মোজা বিক্রি নিয়ে বিতর্ক

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:০৭:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
  • / ৭৩ বার পঠিত

মালয়েশিয়ার একটি শপে ইংরেজিতে ‘আল্লাহ’ লেখা পায়ের মোজা বিক্রি করায় তুমুল বিতর্ক দেখা দিয়েছে। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে দেশটির জনপ্রিয় চেইন শপ ‘কে কে সুপারমার্ট’ কোম্পানি। এ ঘটনায় অনেকে এ কম্পানির পণ্য বয়কটের আহ্বান জানান।

কম্পানির পরিচালক চাই কি কান ও তার স্ত্রী লোহ সিউ মুই এর বিরুদ্ধে ‘অন্যদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার’ অভিযোগ করা হয়। দোষী সাব্যস্ত হলে তাদের এক বছর পর্যন্ত জেল হতে পারে। ইতিমধ্যে কে কে সুপারমার্টের মালয়েশিয়ান আমদানিকারক জিন জিয়ান চ্যাং ক্ষমা চেয়ে এমন পণ্য শপ থেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন। তবে অনলাইনে মোজার ছবি ছড়িয়ে পড়ায় নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি অব্যাহত রয়েছে। পুলিশের ভাষ্যমতে, গত সোমবার পর্যন্ত প্রায় দুই শ অভিযোগ পাওয়া গেছে।

এর আগে গত সপ্তাহে মালয়েশিয়ার রাজা ইব্রাহিম সুলতান ইস্কান্দার চাইয়ের মালিকানাধীন এ প্রতিষ্ঠানের নিন্দা জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এক বিবৃতিতে তিনি বলেন, ‘ধর্মীয় ও জাতিগত সমস্যাগুলোর ক্ষেত্রে এই ধরনের ভুল অগ্রহণযোগ্য। দেশের জনগণের মধ্যে ক্ষোভ উসকে দিতে পারে এমন ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ তিনি কর্তৃপক্ষকে এ ঘটনার যথাযথ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে বলেন।

এদিকে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ‘দৃঢ় পদক্ষেপ নেওয়ার’ কথা জানিয়ে এ বিষয়কে ‘বিশাল বিপর্যয়’ হিসাবে আলোচনা না করার আহ্বান জানান। কে কে মার্ট মালয়েশিয়ার একটি চেইন শপ। এর তত্ত্বাবধানে দেশটিতে শত শত স্টোর রয়েছে। এ ধরনের ঘটনা তাদের বড় ক্ষতি ও ব্র্যান্ডের জন্য হুমকি উল্লেখ করে জিন জিয়ান চ্যাং এর বিরুদ্ধে কম্পানিটি মামলা করে। সূত্র : কালের কণ্ঠ।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

মালয়েশিয়ায় ‘আল্লাহ’ লেখা মোজা বিক্রি নিয়ে বিতর্ক

প্রকাশের সময় : ১২:০৭:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪

মালয়েশিয়ার একটি শপে ইংরেজিতে ‘আল্লাহ’ লেখা পায়ের মোজা বিক্রি করায় তুমুল বিতর্ক দেখা দিয়েছে। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে দেশটির জনপ্রিয় চেইন শপ ‘কে কে সুপারমার্ট’ কোম্পানি। এ ঘটনায় অনেকে এ কম্পানির পণ্য বয়কটের আহ্বান জানান।

কম্পানির পরিচালক চাই কি কান ও তার স্ত্রী লোহ সিউ মুই এর বিরুদ্ধে ‘অন্যদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার’ অভিযোগ করা হয়। দোষী সাব্যস্ত হলে তাদের এক বছর পর্যন্ত জেল হতে পারে। ইতিমধ্যে কে কে সুপারমার্টের মালয়েশিয়ান আমদানিকারক জিন জিয়ান চ্যাং ক্ষমা চেয়ে এমন পণ্য শপ থেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন। তবে অনলাইনে মোজার ছবি ছড়িয়ে পড়ায় নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি অব্যাহত রয়েছে। পুলিশের ভাষ্যমতে, গত সোমবার পর্যন্ত প্রায় দুই শ অভিযোগ পাওয়া গেছে।

এর আগে গত সপ্তাহে মালয়েশিয়ার রাজা ইব্রাহিম সুলতান ইস্কান্দার চাইয়ের মালিকানাধীন এ প্রতিষ্ঠানের নিন্দা জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এক বিবৃতিতে তিনি বলেন, ‘ধর্মীয় ও জাতিগত সমস্যাগুলোর ক্ষেত্রে এই ধরনের ভুল অগ্রহণযোগ্য। দেশের জনগণের মধ্যে ক্ষোভ উসকে দিতে পারে এমন ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ তিনি কর্তৃপক্ষকে এ ঘটনার যথাযথ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে বলেন।

এদিকে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ‘দৃঢ় পদক্ষেপ নেওয়ার’ কথা জানিয়ে এ বিষয়কে ‘বিশাল বিপর্যয়’ হিসাবে আলোচনা না করার আহ্বান জানান। কে কে মার্ট মালয়েশিয়ার একটি চেইন শপ। এর তত্ত্বাবধানে দেশটিতে শত শত স্টোর রয়েছে। এ ধরনের ঘটনা তাদের বড় ক্ষতি ও ব্র্যান্ডের জন্য হুমকি উল্লেখ করে জিন জিয়ান চ্যাং এর বিরুদ্ধে কম্পানিটি মামলা করে। সূত্র : কালের কণ্ঠ।