বিজ্ঞাপন :
ভোক্তা বাজারের জন্য উপগ্রহ ইন্টারনেট সেবা দেবে চীন
রিপোর্ট:
- প্রকাশের সময় : ১২:৩৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
- / ৩১ বার পঠিত
চীনের উপগ্রহ ইন্টারনেট ব্যবসায়ী হিসেবে ওয়েইথং গ্রুপ চীনা বাজারের জন্য আরো বেশি ভোক্তা উপগ্রহ ইন্টারনেট পণ্য তুলে ধরবে। গ্রুপটি বিমান কোম্পানিগুলোকে ‘উপগ্রহ ইন্টারনেট ট্রাফিক প্যাকেজ’ সেবা দেবে। সোমবার বেইজিংয়ে চীনের মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি গ্রুপ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
ওয়েইথং গ্রুপের বাজার বিভাগের বিশ্লেষক জানান, বিমানযাত্রীরা আগে ইন্টারনেট ফ্লাইট চেক করতে পারবেন এবং সহজে ইন্টারনেট থেকে ‘মহাকাশ উপগ্রহ ইন্টারনেট ট্রাফিক প্যাকেজ’ কিনতে পারবেন।যাত্রীরা আকাশে উড্ডয়নের সময় বিমানে ওয়াই-ফাই সংযুক্ত করতে পারবেন। নেটওয়ার্ক গতি হবে ফোরজি মানের। সূত্র : দৈনিক ইনকিলাব।
Tag :