হাইপারসনিক ‘স্মার্ট শেল’ তৈরি করলো চীন, ছুটবে শব্দের ৭গুণ গতিতে
- প্রকাশের সময় : ০৪:৫২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
- / ৫০ বার পঠিত
হাইপারসনিক স্মার্ট শেল তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। এটি শব্দের সাতগুণ গতিতে টার্গেটে আঘাত হানতে সক্ষম। এছাড়া নিক্ষেপের পরেও এটি দিক পরিবর্তন করতে সক্ষম। স্যাটেলাইটের ন্যাভিগেশন সিস্টেম অনুযায়ী টার্গেট খুঁজে বের করতে পারে এই স্মার্ট শেল। এ খবর দিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।
খবরে জানানো হয়, এই স্মার্ট শেলের একুরেসি বা নিখুঁত হামলা চালানোর সক্ষমতা সর্বোচ্চ ১৫ মিটার। অর্থাৎ, টার্গেটের ১৫ মিটারের মধ্যেই এটি আঘাত হানতে সক্ষম। তবে এই একুরেসি দিয়ে ট্যাংক কিংবা চলমান কোনো টার্গেটে হামলা চালালে ব্যর্থ হওয়ার ঝুঁকি রয়েছে। যদিও চীন জানিয়েছে, এই হাইপারসনিক মিসাইল আসলে বড় টার্গেটের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। যেমন কোনো শহর বা বন্দর ধ্বংস করতে হলে এটি ব্যবহার করা হবে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এক যুগ আগে এ ধরনের একটি হাইপারসনিক অস্ত্র তৈরির পরিকল্পনা উন্মোচন করেছিল। তার সম্ভাব্য গতি ধরা হয়েছে ৫ মাখ।
তবে শেষ পর্যন্ত তারা এটি তৈরি করতে ব্যর্থ হয়। বহুবার প্রকল্পের সময় বৃদ্ধি করার পর অবশেষে ২০২১ সালে এটি বাতিল করে দেয় ওয়াশিংটন। অপরদিকে চীন এরইমধ্যে এর থেকেও শক্তিশালী অস্ত্র তৈরি করে ফেলেছে। যুক্তরাষ্ট্র এখনও সফলভাবে কোনো হাইপারসনিক প্রযুক্তির পরীক্ষা চালাতে পারেনি। বিশ্বে শুধু রাশিয়া, চীন ও ইরানের কাছেই হাইপারসনিক প্রযুক্তি রয়েছে।
ধারণা করা হচ্ছে, এই প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে চীনকে অপ্রতিরোধ্য করে তুলবে। এই প্রযুক্তি অতটা ব্যয়বহুল নয়, কিন্তু এর পাল্লা অনেক দীর্ঘ। সম্প্রতি চীনা নৌবাহিনী জানিয়েছে, তারা নতুন নতুন অস্ত্র আবিষ্কারে বেশ কিছু উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে, বিশেষ করে ইলেক্ট্রোম্যাগনেটিক অস্ত্রের ক্ষেত্রে। সূত্র : মানবজমিন।