৭৯ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে যেভাবে উদ্ধার হলো শিশুটি
- প্রকাশের সময় : ১০:৪৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩
- / ১০৪ বার পঠিত
ভূমিকম্পের ৭৯ ঘণ্টা পর তুরস্কের দক্ষিণাঞ্চলের আন্তাকায়া শহরে ধ্বংসস্তূপের নিচ থেকে দুই বছর বয়সি এক শিশুকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে জীবিত উদ্ধার করা হয়। খবর রয়টার্সের। তুরস্কের হিউম্যানিটারিয়ান রিলিফ ফাউন্ডেশনের (আইএইচএইচ) একটি ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা একটি ভবনের ধ্বংসাবশেষের মধ্যে ছোট জায়গা দিয়ে তাকিয়ে আছে এবং টেনে বের করার সময় ছেলেটি কাঁদছিল।
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) একজন কর্মী শিশুটিকে স্বাস্থ্যকর্মীদের কাছে হস্তান্তর করেন। শিশু উদ্ধারের বিষয়টি পথচারীরা তাদের ফোনে ধারণ করেন। যদিও শিশুটি কিংবা তার মা-বাবার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। সর্বশেষ সিএনএনের খবরে বলা হয়েছে, গত সোমবার ভোরে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্কে ১৭ হাজার ৬৭৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর সিরিয়ায় মারা গেছেন ৩ হাজার ৩৭৭ জন। ফলে দুই দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজারের বেশি।





















