ভূমধ্যসাগরে ১৪ বাংলাদেশীসহ ২৯০ অভিবাসী উদ্ধার
- প্রকাশের সময় : ১২:৩৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০১৯
- / ৬৭২ বার পঠিত
ফাইল ছবি
হককথা ডেস্ক: ভূমধ্যসাগরের লিবীয় উপকূল থেকে ১৪ বাংলাদেশীসহ ২৯০ ইউরোপমুখী অভিবাসীকে উদ্ধার করেছে লিবিয়ার নৌ বাহিনী। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে এক রিপোর্টে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। শুক্রবার (২৪ মে) এক বিবৃতিতে লিবিয়ার নৌবাহিনী জানায় ইউরোপগামী তিনটি নৌকা থেকে এই অভিবাসীদের উদ্ধার করা হয়েছে। এর আগে প্রাথমিকভাবে ৮৭ জনকে উদ্ধার করা হয়েছিল বলে জানিয়েছিল তারা।
এর আগের দিন বৃহস্পতিবার জার্মানির একটি দাতব্য সংস্থা ভূমধ্যসাগরে তিনটি নৌকা নষ্ট হয়ে যাওয়ার খবর দিয়েছিল লিবিয়ার নৌবাহিনীকে। ওইদিন লিবিয়ার কোস্ট গার্ড একটি রাবারের নৌকা ডুবে যাওয়ার খবর পায়। এতে করে নৌকায় থাকা যাত্রীরা সাগরে ভেসে ভেড়াচ্ছিলেন। ওই নৌকাটিতেই ৮৭ জন অভিবাসী ছিলেন লিবীয় নৌবাহিনীর ফেসবুকে পেজে বলা হয়েছে। এর আগে লিবীয় কোস্ট গার্ড আরও দুটি রাবারের নৌকা থেকে ২০৩ জন অভিবাসীকে উদ্ধার করে বলে পৃথক বিবৃতিতে জানানো হয়েছে।
তিনটি নৌকাতে থাকা বেশির ভাগ যাত্রীই আরব ও আফ্রিকান দেশের নাগরিক। এদের মধ্যে ১৪ জন বাংলাদেশী রয়েছেন। তাদেরকে উদ্ধারের পর মানবিক ও চিকিৎসা সহায়তা দিয়ে লিবিয়ার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।