বিজ্ঞাপন :
সুদানে সোনার খনি ধসে নিহত ৩৮

রিপোর্ট:
- প্রকাশের সময় : ১২:২৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
- / ১৪৫ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : সুদানে সোনার খনি ধসে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা এপি।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার দেশটির পশ্চিম খোরদোফান প্রদেশের একটি পরিত্যক্ত সোনার খনিতে ঘটা এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
সুদানের রাষ্ট্র পরিচালিত খনি কোম্পানি এক বিবৃতিতে জানায়, রাজধানী খার্তুম থেকে ৭০০ কিলোমিটার (৪৩৫ মাইল) দক্ষিণে ফুজা গ্রামে মঙ্গলবার একটি পরিত্যক্ত খনি ধসে পড়েছে। এতে অনেকেই আহত হয়েছেন বলা হলেও এর সুনির্দিষ্ট কোনো সংখ্যা তারা জানায়নি।
অন্যদিকে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, দারসায়া খনিতে বেশ কয়েকটি খাদ ধসে পড়েছে। এতে প্রাণ হারানো ব্যক্তিদের ছাড়াও অন্তত আটজন আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
Tag :