সুইডেন ইস্যুতে শিগগিরই তুরস্কে যাবেন ন্যাটো প্রধান
- প্রকাশের সময় : ০১:৪১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
- / ৯১ বার পঠিত
নরওয়ের অসলোতে ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের অনানুষ্ঠানিক বৈঠকের সময় অসলো সিটি হলে জোটের মহাসচিব জেনস স্টলটেনবার্গ। ছবি : হান্না জোহরে/এনটিবি/রয়েটার্স
আন্তর্জাতিক ডেস্ক : ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বৃহস্পতিবার বলেছেন, তিনি শিগগিরই সুইডেনের ন্যাটো সদস্য পদ নিয়ে আলোচনা করতে তুরস্ক সফর করবেন। সদস্য দেশ তুরস্ক ও হাঙ্গেরির আপত্তির কারণে সিদ্ধান্তটি বিলম্বিত হচ্ছে। অসলোতে ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনের বৈঠকের সময় স্টলটেনবার্গ বলেছিলেন, তিনি এই সপ্তাহের শুরুতে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে কথা বলেছেন। স্টলটেনবার্গ সাংবাদিকদের বলেন, ‘আমরা কিভাবে সুইডেনের দ্রুততম সম্ভাব্য যোগদান নিশ্চিত করতে পারি তা নিয়ে আলোচনা চালিয়ে যেতে আমি অদূর ভবিষ্যতে আংকারায়ও যাব। ’ন্যাটোর কিছু পররাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন, তুরস্কে এখন নির্বাচন শেষ। আংকারা সামরিক জোটে যোগদানের জন্য স্টকহোমের প্রতি তার আপত্তি তুলে নেবে। গত মার্চ মাসে তুরস্ক ফিনল্যান্ডের ন্যাটো যোগদান অনুমোদন করলেও বলেছে, সুইডেন জঙ্গিগোষ্ঠীর সদস্যদের আশ্রয় দেয়, যাদের তারা সন্ত্রাসী বলে মনে করে।
আরোও পড়ুন । রুশ বাহিনীর নতুন হামলায় কিয়েভে ২ শিশু নিহত
ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্তো বলেছেন, ‘এখন যেহেতু তুরস্কের নির্বাচন শেষ হয়ে গেছে, এটা গুরুত্বপূর্ণ যে তুরস্ক অনুমোদন প্রক্রিয়া চালিয়ে যাবে। ’স্টলটেনবার্গ বৈঠকের শেষে বলেছিলেন, তুর্কি নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ‘সংলাপ এবং প্রক্রিয়াটি পুনরায় শুরু করা গুরুত্বপূর্ণ’। উল্লেখ্য, সুইডেন বৃহস্পতিবার নতুন সন্ত্রাসবাদ আইন প্রয়োগ করেছে, যার মাধ্যমে তুরস্কের একটি গুরুত্বপূর্ণ উদ্বেগের সমাধান হয়েছে। সুইডেনের সদস্য পদ অনুমোদন করার সময় এসেছে উল্লেখ করে স্টলটেনবার্গ বলেন, ‘আমি কঠোর পরিশ্রম করছি, যাতে এটি যত দ্রুত সম্ভব হয়।’
এ ছাড়াও লিথুয়ানিয়ার ভিলনিয়াসে জুলাইয়ে ন্যাটো সম্মেলনের আগে বা তার আগে সুইডেন জোটের সদস্য হতে পারে বলে আস্থা প্রকাশ করেছেন বেশ কয়েকজন পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ‘আমরা সুইডেনের জন্য যোগদানের প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। আমরা ভিলনিয়াসে নেতাদের মিলিত হওয়ার সময় এটি সম্পূর্ণ হওয়ার আশা করছি।’ শীর্ষ সম্মেলনের আয়োজক লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিলিয়াস ল্যান্ডসবার্গিস বলেছেন, ‘সুইডিশ পতাকা (ভিলনিয়াসে) উত্থাপিত হবে—এমন একটি খুব উচ্চ প্রত্যাশা রয়েছে।’ সূত্র : রয়টার্স
বেলী/হককথা