নিউইয়র্ক ১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সপরিবারে অস্ত্র হাতে যুক্তরাষ্ট্রে কংগ্রেসম্যানের ছবি, তীব্র সমলোচনা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:২৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
  • / ১২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান টমাস ম্যাসির টুইটারে পোস্ট করা একটি ছবি নিয়ে তীব্র সমালোচনা করছেন নেটিজেনরা। ছবিটিতে ওই কংগ্রেসম্যানকে সপরিবারে অস্ত্রসহ পোজ দিতে দেখা যাচ্ছে। তাদের প্রত্যেকের হাতেই রয়েছে ছোট-বড় আগ্নেয়াস্ত্র।

ছবির ক্যাপশনে লেখা হয়েছে- ‘মেরি ক্রিসমাস! পিএস, সান্তা,দয়া করে গোলাবারুদ আনুন।’ খবর রয়টার্সের।

মিশিগান অঙ্গরাজ্যের একটি স্কুলে সম্প্রতি গুলি করে চারজনকে হত্যার ঘটনার একদিন পরই তার পোস্ট করা ছবিটি অনেককে ক্ষুব্ধও করেছে।

ইথান ক্রাম্বলি নামের এক যুবক গত মঙ্গলবার বছরের সবচেয়ে ভয়াবহ হত্যাকাণ্ড চালায় মিশিগানের ওই স্কুলে। যাকে যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে এক দশকব্যাপী গুলি চালানোর সর্বশেষ সিরিজ বলছে বিশেষজ্ঞরা। এই হামলায় চার শিক্ষার্থী নিহত ও শিক্ষকসহ আরও ছয়জন আহত হয়। নিহতদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে।

পুলিশের বিবৃতিতে বলা হয়, হামলার পর ১৫ বছর বয়সী শিক্ষার্থী ইথান ক্রাম্বলিকে আটক করা হয়। তার কাছ থেকে একটি বন্দুকও জব্দ করা হয়েছে।

রিপাবলিকান দলের ম্যাসি তার টুইটে নিজের ও অন্য ছয়জনের কাছে একটি এম৬০ মেশিনগান, এআর-১৫ আধা-স্বয়ংক্রিয় রাইফেল এবং একটি থম্পসন সাবমেশিন গানের মতো আগ্নেয়াস্ত্র ধারণ করার ছবি পোস্ট করেছেন৷

যুক্তরাষ্ট্রের আইনে মেশিনগানের মতো অস্ত্র সামরিক, আইন প্রয়োগকারী ও বেসামরিক ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ। তাদের জন্য বিশেষ লাইসেন্স দেয়া হয়েছে।

ম্যাসির প্রচারাভিযান ম্যানেজার জোনাথন ভ্যান নরম্যান তাৎক্ষণিকভাবে টুইটারের মাধ্যমে মন্তব্যের অনুরোধের জবাব দেননি।

এই ঘটনায় ডেমোক্র্যাটিক বাজেট কমিটির চেয়ারম্যান জন এয়ারমুথ, তার সহকর্মীর পোস্টের তীব্র নিন্দা জানিয়েছেন। সূত্র: রয়টার্স

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

সপরিবারে অস্ত্র হাতে যুক্তরাষ্ট্রে কংগ্রেসম্যানের ছবি, তীব্র সমলোচনা

প্রকাশের সময় : ০৮:২৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান টমাস ম্যাসির টুইটারে পোস্ট করা একটি ছবি নিয়ে তীব্র সমালোচনা করছেন নেটিজেনরা। ছবিটিতে ওই কংগ্রেসম্যানকে সপরিবারে অস্ত্রসহ পোজ দিতে দেখা যাচ্ছে। তাদের প্রত্যেকের হাতেই রয়েছে ছোট-বড় আগ্নেয়াস্ত্র।

ছবির ক্যাপশনে লেখা হয়েছে- ‘মেরি ক্রিসমাস! পিএস, সান্তা,দয়া করে গোলাবারুদ আনুন।’ খবর রয়টার্সের।

মিশিগান অঙ্গরাজ্যের একটি স্কুলে সম্প্রতি গুলি করে চারজনকে হত্যার ঘটনার একদিন পরই তার পোস্ট করা ছবিটি অনেককে ক্ষুব্ধও করেছে।

ইথান ক্রাম্বলি নামের এক যুবক গত মঙ্গলবার বছরের সবচেয়ে ভয়াবহ হত্যাকাণ্ড চালায় মিশিগানের ওই স্কুলে। যাকে যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে এক দশকব্যাপী গুলি চালানোর সর্বশেষ সিরিজ বলছে বিশেষজ্ঞরা। এই হামলায় চার শিক্ষার্থী নিহত ও শিক্ষকসহ আরও ছয়জন আহত হয়। নিহতদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে।

পুলিশের বিবৃতিতে বলা হয়, হামলার পর ১৫ বছর বয়সী শিক্ষার্থী ইথান ক্রাম্বলিকে আটক করা হয়। তার কাছ থেকে একটি বন্দুকও জব্দ করা হয়েছে।

রিপাবলিকান দলের ম্যাসি তার টুইটে নিজের ও অন্য ছয়জনের কাছে একটি এম৬০ মেশিনগান, এআর-১৫ আধা-স্বয়ংক্রিয় রাইফেল এবং একটি থম্পসন সাবমেশিন গানের মতো আগ্নেয়াস্ত্র ধারণ করার ছবি পোস্ট করেছেন৷

যুক্তরাষ্ট্রের আইনে মেশিনগানের মতো অস্ত্র সামরিক, আইন প্রয়োগকারী ও বেসামরিক ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ। তাদের জন্য বিশেষ লাইসেন্স দেয়া হয়েছে।

ম্যাসির প্রচারাভিযান ম্যানেজার জোনাথন ভ্যান নরম্যান তাৎক্ষণিকভাবে টুইটারের মাধ্যমে মন্তব্যের অনুরোধের জবাব দেননি।

এই ঘটনায় ডেমোক্র্যাটিক বাজেট কমিটির চেয়ারম্যান জন এয়ারমুথ, তার সহকর্মীর পোস্টের তীব্র নিন্দা জানিয়েছেন। সূত্র: রয়টার্স