বিজ্ঞাপন :
সন্তানের জন্ম দিলেন কেরালার ট্রান্সজেন্ডার দম্পতি

রিপোর্ট:
- প্রকাশের সময় : ১২:৪২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
- / ২৫ বার পঠিত
ভারতের দক্ষিণের রাজ্য কেরালার ট্রান্সজেন্ডার দম্পতি জিয়া পাভল ও তার সঙ্গী জাহাদ তাদের প্রথম সন্তানকে পৃথিবীতে স্বাগত জানিয়েছেন। জিয়া তাদের সন্তানের একটি ছবি তার ইন্সটাগ্রাম একাউন্টে পোস্ট করেছেন। নির্ধারিত সময়ের একমাস আগে বুধবার শিশুটির জন্ম হয়। খবর বিবিসির
তারা জানান, জাহাদ এবং তাদের সন্তান উভয়ই সুস্থ আছেন। তবে তারা তাদের সন্তানের নাম ও লিঙ্গ প্রকাশ করেননি। জিয়া এবং জাহাদ জানান, তাদের স্বপ্ন ছিল একদিন তারা সন্তানের বাবা-মা হবেন। এ কারণে, তারা তাদের হরমোন থেরাপি গ্রহণ সাময়িকভাবে বন্ধ রাখেন। এক সপ্তাহ আগে বিবিসি-কে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে এ দম্পতি দাবি করেছিলেন, ভারতে তারাই প্রথম ট্রান্সজেন্ডার দম্পতি যারা নিজেদের সন্তান জন্ম দিতে চলেছেন।