আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সৈন্যরা রাশিয়ার যুদ্ধবন্দিদের খুব কাছ থেকে পায়ে গুলি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইউক্রেন কর্তৃপক্ষ ভিডিও ফুটেজটি তদন্ত করে দেখছে।
গত রবিবার (২৭ মার্চ) ভোর থেকেই ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াতে থাকে। এরপর থেকে রুশপন্থী অ্যাকাউন্ট থেকে বিভিন্ন মাধ্যমে প্রচার হচ্ছে এটি।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান বলেছেন, যুদ্ধবন্দিদের সাথে খারাপ আচরণ করার ‘সাজানো একটি ভিডিও’ বানিয়ে রাশিয়া প্রচার করছে ইউক্রেনকে হেয় করার জন্য।
তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন উপদেষ্টা বলেছেন, দ্রুত বিষয়টি তদন্ত করা হবে। আমি সামরিক-বেসামরিক নাগরিক ও প্রতিরক্ষা বাহিনীকে মনে করিয়ে দিতে চাই যে, যুদ্ধবন্দিদের অত্যাচার নির্যাতন একটি যুদ্ধাপরাধ।
বিবিসি ভিডিওটি বিশ্লেষণ করেছে, কিন্তু কোনো নিরপেক্ষ সূত্র থেকে এর সত্যতা যাচাই করতে পারেনি। তবে এটি পরীক্ষা-নিরীক্ষা অব্যাহত আছে।
ফুটেজটিতে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন বন্দি সৈন্য মাটিতে পড়ে আছে। কয়েকজনের মাথায় ব্যাগ ও অনেকের পায়ে রক্তক্ষরণ হচ্ছে। তবে এটি ঠিক পরিষ্কার নয় যে কীভাবে ও কখন তারা আহত হয়েছেন। বন্দিদের সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিলো- যে তারা কোন ইউনিটের ও ওই এলাকায় কী ধরণের কাজ করছে।
এক পর্যায়ে তিনজন ব্যক্তিকে একটি গাড়ির বাইরে আনা হয় এবং একজন সৈন্য অস্ত্র বের করে তাদের পায়ে গুলি করেন। পরে আবার তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
গত সোমবার (২৮ মার্চ) সন্ধ্যা নাগাদ টুইটার ব্যবহারকারীদের অনেকে জানান, ভিডিওটি ধারণ করা হয়েছে খারকিভের দক্ষিণ পূবের মালায়া রোহান এলাকার একটি খামারে।
বিবিসি প্রযুক্তি ব্যবহার করে জায়গাটি সম্পর্কে নিশ্চিত হয়েছে। ওই এলাকাটি সম্প্রতি রুশদের কাছ থেকে ইউক্রেনীয় সৈন্যরা পুনর্দখল করেছে।
উপগ্রহ থেকে পাওয়া ইমেজ ও খামারের ছবি বিশ্লেষণ করে ভিডিওর জায়গাটি চিহ্নিত করা যায়। ওই তিন সৈন্যকে গুলি করার আগে তাদের একজনের পেছনে থাকা একটি ঘর দেখা যায়। সেখানে একটি গাছ, চিমনি ও একটি জানালার উপরের অংশের সাথে ২০১৭ সালের এটি ছবির সাথে মিলে যায় যা ওই খামারটির ওয়েব পেজেও পাওয়া গেছে।
ভিডিওতে ঘরটির একাংশ একটি সাদা রংয়ের কাঠামোতে ঢাকা পড়ে আছে। ভিডিওর আরেকটি অংশে যেখানে সৈন্যরা মাটিতে পড়ে আছে সেখানেও কিছু সূত্র আছে। একটি সাদা অবকাঠামো, চিমনি, গাছ ও কালো একটি দেয়াল – যা খামারটির উন্মুক্ত অংশে দৃশ্যমান। বিবিসি ওই খামারটির সাথে যোগাযোগের চেষ্টা করেছে।
ভিডিওতে কোন তারিখ ও সময় দেয়া নেই। এছাড়া আর কোন তথ্যও নেই যার ওপর ভিত্তি করে ভিডিও ধারণের সময় বলা সম্ভব। কিন্তু ভিডিওতে আকাশ ছিল পরিষ্কার ও মাটি ছিল শুষ্ক। খারকিভের আবহাওয়া রিপোর্ট বলছে, ভিডিওটি ২৬ মার্চ ধারণ করার সম্ভাবনা আছে। শুক্র ও শনিবার আবহাওয়া ছিলো শুষ্ক। রৌদ্রজ্জ্বল কিন্তু ঠাণ্ডা। তবে শনি ও রবিবারের মধ্যবর্তী রাতে ওই এলাকায় হালকা বৃষ্টি হয়েছে।
ভিডিওতে সূর্যের যে অবস্থান দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে ভিডিওটি দিনের প্রথমভাগে ধারণ করা।
বন্দিদের রুশ ভাষায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিবিসি মনিটরিংয়ের ভাষা বিশেষজ্ঞরা বলছেন, উচ্চারণ শুনে মনে হচ্ছে তারা রুশভাষী ইউক্রেনীয়ান। আরেকজন বিশেষজ্ঞ নিশ্চিত করেছেন যে তাদের উচ্চারণের ধরণ অনেক পূর্ব ইউক্রেনের অধিবাসীদের মতো।
ভিডিওর এক পর্যায়ে একজন আটক সৈন্যকে খারকিভে গোলাবর্ষণের দায়ে অভিযুক্ত করা হয়। আরেকজনকে তার জাতীয়তা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তিনি আজেরি (তবে রাশিয়ার নৃ গোষ্ঠী নয়)। আরেকজন বলছিলেন তিনি বিস্কভিতনেতে কাজ করছিলেন। এলাকাটি মালায়া রোহানের কাছের একটি গ্রাম। -বিবিসি
হককথা/এমউএ