নিউইয়র্ক ০৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

রাশিয়ার ইলেকট্রনিক ভোটিং সিস্টেমে সাইবার আক্রমণ চালাবে যুক্তরাষ্ট্র, অভিযোগ মস্কোর

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
  • / ৩৬ বার পঠিত

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটার উপস্থিতি কম দেখাতে ইলেকট্রনিক ভোটিং সিস্টেমে সাইবার আক্রমণ চালাবে যুক্তরাষ্ট্র। এমনটি দাবি করছে মস্কো। দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ থেকে ১৭ মার্চ। খবর আনাদোলু এজেন্সির।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার দেশটির ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস (এসভিআর) এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটার উপস্থিতি যেন কমানো যায়,সেজন্য কাজ করছে যুক্তরাষ্ট্র এবং এ লক্ষ্যে এনজিওগুলোকে নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।

ওয়াশিংটন নেতৃস্থানীয় আইটি বিশেষজ্ঞদের মাধ্যমে এটি করতে চায় বলেও জানিয়েছে এসভিআর। রাশিয়ার অভিযোগ,ইলেকট্রনিক ভোটিং সিস্টেমে সাইবার আক্রমণ চালানোর পরিকল্পনাও করেছে যুক্তরাষ্ট্র।
‘সাইবার আক্রমণের মাধ্যমে রাশিয়ার ভোটারদের একটি উল্লেখযোগ্য অনুপাতের ভোট গণনা করা অসম্ভব করে তুলবে’ বলে জানায় তারা।

বিবৃতিতে এসভিআর আরও বলেছে, ‘যুক্তরাষ্ট্রের পদ্ধতিতে ধারণাটি সহজ। ওয়াশিংটনের গণনা অনুযায়ী যদি ভোট কমে যায়, তা হলে নির্বাচনের ফল নিয়ে সহজেই প্রশ্ন তুলতে পারবেন পশ্চিমারা।’ যদিও মস্কোর অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র : প্রতিদিনের সংবাদ।

 

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

রাশিয়ার ইলেকট্রনিক ভোটিং সিস্টেমে সাইবার আক্রমণ চালাবে যুক্তরাষ্ট্র, অভিযোগ মস্কোর

প্রকাশের সময় : ১১:১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটার উপস্থিতি কম দেখাতে ইলেকট্রনিক ভোটিং সিস্টেমে সাইবার আক্রমণ চালাবে যুক্তরাষ্ট্র। এমনটি দাবি করছে মস্কো। দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ থেকে ১৭ মার্চ। খবর আনাদোলু এজেন্সির।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার দেশটির ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস (এসভিআর) এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটার উপস্থিতি যেন কমানো যায়,সেজন্য কাজ করছে যুক্তরাষ্ট্র এবং এ লক্ষ্যে এনজিওগুলোকে নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।

ওয়াশিংটন নেতৃস্থানীয় আইটি বিশেষজ্ঞদের মাধ্যমে এটি করতে চায় বলেও জানিয়েছে এসভিআর। রাশিয়ার অভিযোগ,ইলেকট্রনিক ভোটিং সিস্টেমে সাইবার আক্রমণ চালানোর পরিকল্পনাও করেছে যুক্তরাষ্ট্র।
‘সাইবার আক্রমণের মাধ্যমে রাশিয়ার ভোটারদের একটি উল্লেখযোগ্য অনুপাতের ভোট গণনা করা অসম্ভব করে তুলবে’ বলে জানায় তারা।

বিবৃতিতে এসভিআর আরও বলেছে, ‘যুক্তরাষ্ট্রের পদ্ধতিতে ধারণাটি সহজ। ওয়াশিংটনের গণনা অনুযায়ী যদি ভোট কমে যায়, তা হলে নির্বাচনের ফল নিয়ে সহজেই প্রশ্ন তুলতে পারবেন পশ্চিমারা।’ যদিও মস্কোর অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র : প্রতিদিনের সংবাদ।