নিউইয়র্ক ০৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

যুক্তরাষ্ট্রের দুই মুসলিম নারী কংগ্রেস সদস্যের ইসরাইল সফরে নিষেধাজ্ঞা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:৫১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০১৯
  • / ৩২৬ বার পঠিত

ইলহান ওমর ও রাশিদা তালিব (ডানে)। ছবি: ফেসবুক

হককথা ডেস্ক: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর ইউএস কংগ্রেসের দুই মুসলিম নারী সদস্যের ইসরাইল সফরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইসরাইল বৃহস্পতিবার (১৫ আগষ্ট) এই নিষেধাজ্ঞার কথা জানায়। আগামী ১৮ আগষ্ট রোববার দেশটিতে সফরে যাওয়ার কথা ছিল তাদের। ওই দু’জন হলেন ইলহান ওমর ও রাশিদা তালিব। গত বছরের নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে ইউএস কংগ্রেসের সদস্য নির্বাচিত হন তারা। তারাই প্রথম দুই মুসলিম নারী, যারা কংগ্রেসের সদস্য হয়েছেন।
বৃহস্পতিবার ইসরাইলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ওই দু’জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কথা জানানো হয়। ইসরাইলের আইন অনুযায়ী, যারা দেশটিকে বর্জনের আহ্বান জানায় তাদেরকে সেদেশে সফর করতে দেওয়া হয় না। গত মাসে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরাইলী রাষ্ট্রদূত রন ডেরমার অবশ্য এই দু’জনের সফরের ব্যাপারে ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছিলেন।
তবে বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প টুইটারে এক বার্তায় বলেন, ‘ওই দুই নারীকে সফরের অনুমতি দেওয়া হলে তা হবে ইসরাইলের দুর্বলতা। কারণ তারা ইসরাইল ও সকল ইহুদিকে ঘৃণা করেন। কোনোভাবেই তাদের মানসিকতার পরিবর্তন ঘটানো যাবে না। এই টুইটের পরই মূলত পাল্টে যায় দৃশ্যপট।-বিবিসি

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

About Author Information

যুক্তরাষ্ট্রের দুই মুসলিম নারী কংগ্রেস সদস্যের ইসরাইল সফরে নিষেধাজ্ঞা

প্রকাশের সময় : ০৬:৫১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০১৯

ইলহান ওমর ও রাশিদা তালিব (ডানে)। ছবি: ফেসবুক

হককথা ডেস্ক: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর ইউএস কংগ্রেসের দুই মুসলিম নারী সদস্যের ইসরাইল সফরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইসরাইল বৃহস্পতিবার (১৫ আগষ্ট) এই নিষেধাজ্ঞার কথা জানায়। আগামী ১৮ আগষ্ট রোববার দেশটিতে সফরে যাওয়ার কথা ছিল তাদের। ওই দু’জন হলেন ইলহান ওমর ও রাশিদা তালিব। গত বছরের নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে ইউএস কংগ্রেসের সদস্য নির্বাচিত হন তারা। তারাই প্রথম দুই মুসলিম নারী, যারা কংগ্রেসের সদস্য হয়েছেন।
বৃহস্পতিবার ইসরাইলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ওই দু’জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কথা জানানো হয়। ইসরাইলের আইন অনুযায়ী, যারা দেশটিকে বর্জনের আহ্বান জানায় তাদেরকে সেদেশে সফর করতে দেওয়া হয় না। গত মাসে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরাইলী রাষ্ট্রদূত রন ডেরমার অবশ্য এই দু’জনের সফরের ব্যাপারে ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছিলেন।
তবে বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প টুইটারে এক বার্তায় বলেন, ‘ওই দুই নারীকে সফরের অনুমতি দেওয়া হলে তা হবে ইসরাইলের দুর্বলতা। কারণ তারা ইসরাইল ও সকল ইহুদিকে ঘৃণা করেন। কোনোভাবেই তাদের মানসিকতার পরিবর্তন ঘটানো যাবে না। এই টুইটের পরই মূলত পাল্টে যায় দৃশ্যপট।-বিবিসি