নিউইয়র্ক ০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

যুক্তরাজ্য ও ফ্রান্সে করোনায় আক্রান্তের নতুন রেকর্ড

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:১৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
  • / ১১০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। করোনার অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ায় এ রেকর্ড হলো।

স্থানীয় সময় গতকাল শুক্রবার (২৪ ডিসেম্বর) দেশটির সরকার জানায়, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ২২ হাজার ১৮৬ জনের ভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবারের সংখ্যার চেয়ে এ সংখ্যা দুই হাজার জন বেশি।

ইউরোপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যুক্তরাজ্য। দেশটিতে মোট আক্রান্ত ১ কোটি ১৮ লাখ ৯১ হাজার ২৯২ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং এক লাখ ৪৭ হাজার ৮৫৬ জন মারা গেছে।

এদিকে আগের সপ্তাহের তুলনায় গত সাতদিনে করোনা সংক্রমণের সংখ্যা ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে হাসপাতালে ভর্তি ও মৃতের সংখ্যাও অনেক বেড়ে গেছে। খবরে বলা হয়, সরকারি ছুটির কারণে সরকার ২৭ ডিসেম্বর পর্যন্ত তাদের ভাইরাস সংক্রমণের সংখ্যা হালনাগাদ করবে না।

অপরদিকে ফ্রান্সেও শুক্রবার করোনা আক্রান্তের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৯৪ হাজার ১২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। কোভিড-১৯ মহামারি ছড়িয়ে পড়ার পর দেশটি এ সংখ্যা সর্বোচ্চ।

সংক্রমণ বেড়ে সর্বোচ্চ চূড়ায় যাওয়ায় এক্ষেত্রে দ্বিতীয় দিনের মতো এ রেকর্ড সৃষ্টি হলো। করোনার অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ায় এবং ক্রিসমাসের ছুটি শুরু হওয়ায় আক্রান্তের সংখ্যা আবারো বেড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

ফ্রান্সে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে প্রায় ১৬ হাজার ১৭৩ জন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে। এদের মধ্যে তিন হাজার ২৫৪ জন জরুরি সেবা ইউনিটে রয়েছে। মহামারি ছড়িয়ে পড়ার পর থেকে দেশটিতে প্রায় ১ লাখ ২২ হাজার ৪৬২ জন প্রাণ হারিয়েছে।

এদিকে ফ্রান্সের মোট জনসংখ্যার প্রায় ৭৬.৫ শতাংশ ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করেছে এবং দেশটির ৬ কোটি ৭৪ লাখ বাসিন্দার প্রায় ২ কোটি ১০ লাখ মানুষ বুস্টার ডোজ নিয়েছে।

শুক্রবার স্বাস্থ্য কর্তৃপক্ষ প্রাপ্ত বয়স্কদের উভয় ডোজ ভ্যাকসিন নেয়ার ৩ মাস পর তাদের বুস্টার ডোজ দেয়ার সুপারিশ করেছে। -এএফপি

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

যুক্তরাজ্য ও ফ্রান্সে করোনায় আক্রান্তের নতুন রেকর্ড

প্রকাশের সময় : ০১:১৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। করোনার অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ায় এ রেকর্ড হলো।

স্থানীয় সময় গতকাল শুক্রবার (২৪ ডিসেম্বর) দেশটির সরকার জানায়, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ২২ হাজার ১৮৬ জনের ভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবারের সংখ্যার চেয়ে এ সংখ্যা দুই হাজার জন বেশি।

ইউরোপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যুক্তরাজ্য। দেশটিতে মোট আক্রান্ত ১ কোটি ১৮ লাখ ৯১ হাজার ২৯২ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং এক লাখ ৪৭ হাজার ৮৫৬ জন মারা গেছে।

এদিকে আগের সপ্তাহের তুলনায় গত সাতদিনে করোনা সংক্রমণের সংখ্যা ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে হাসপাতালে ভর্তি ও মৃতের সংখ্যাও অনেক বেড়ে গেছে। খবরে বলা হয়, সরকারি ছুটির কারণে সরকার ২৭ ডিসেম্বর পর্যন্ত তাদের ভাইরাস সংক্রমণের সংখ্যা হালনাগাদ করবে না।

অপরদিকে ফ্রান্সেও শুক্রবার করোনা আক্রান্তের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৯৪ হাজার ১২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। কোভিড-১৯ মহামারি ছড়িয়ে পড়ার পর দেশটি এ সংখ্যা সর্বোচ্চ।

সংক্রমণ বেড়ে সর্বোচ্চ চূড়ায় যাওয়ায় এক্ষেত্রে দ্বিতীয় দিনের মতো এ রেকর্ড সৃষ্টি হলো। করোনার অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ায় এবং ক্রিসমাসের ছুটি শুরু হওয়ায় আক্রান্তের সংখ্যা আবারো বেড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

ফ্রান্সে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে প্রায় ১৬ হাজার ১৭৩ জন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে। এদের মধ্যে তিন হাজার ২৫৪ জন জরুরি সেবা ইউনিটে রয়েছে। মহামারি ছড়িয়ে পড়ার পর থেকে দেশটিতে প্রায় ১ লাখ ২২ হাজার ৪৬২ জন প্রাণ হারিয়েছে।

এদিকে ফ্রান্সের মোট জনসংখ্যার প্রায় ৭৬.৫ শতাংশ ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করেছে এবং দেশটির ৬ কোটি ৭৪ লাখ বাসিন্দার প্রায় ২ কোটি ১০ লাখ মানুষ বুস্টার ডোজ নিয়েছে।

শুক্রবার স্বাস্থ্য কর্তৃপক্ষ প্রাপ্ত বয়স্কদের উভয় ডোজ ভ্যাকসিন নেয়ার ৩ মাস পর তাদের বুস্টার ডোজ দেয়ার সুপারিশ করেছে। -এএফপি