নিউইয়র্ক ০৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মাস্ক না পরায় মন্ত্রীর নিরাপত্তারক্ষী আটক

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৪৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
  • / ৯২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : এবার মাস্ক না পরায় এক পুলিশকর্মীকে আটক করলো ভারতের পশ্চিমবঙ্গের দেগঙ্গা থানার পুলিশ। এ ঘটনার জেরে চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।

দেগঙ্গায় করোনার কড়া নির্দেশিকা জারি হয়েছে, আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) থেকে দফায় দফায় সপ্তাহে দুইদিন করে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মোট সাতদিন এলাকায় সমস্ত দোকানপাট হাট-বাজার বন্ধ থাকবে। আর তার প্রস্তুতি ইতিমধ্যেই নিতে শুরু করেছে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন।

গতকাল সোমবার (১৭ জানুয়ারি) দেগঙ্গার এসডিপিও সৌমজিৎ বড়ুয়া ও আইসি অজয়কুমার সিং পুলিশবাহিনী নিয়ে বেড়াচাঁপা-বাদুড়িয়া রাস্তার মোড়ে মানুষকে মাইক প্রচারের মাধ্যমে জনসচেতনতা কর্মসূচি পালন করছিলেন। সঙ্গে উপস্থিত ছিলেন দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুর রহমান।

সেই সময় ওই পুলিশকর্মী সাধারণ পোশাকে তার স্ত্রীকে মোটরবাইকে নিয়ে মাস্কবিহীন অবস্থায় যাচ্ছিলেন বলে অভিযোগ।

প্রত্যক্ষদর্শীরা বলেন, অজয় ওই মাস্কহীন পুলিশকর্মীকে দাঁড় করানোর নির্দেশ দেন। কেন তিনি মাস্ক পরেননি, তার কারণ জিজ্ঞাসা করায় পুলিশের বচসায় জড়িয়ে পড়েন ওই পুলিশকর্মী।

এরপর তাকে টেনে-হিঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হয় এবং আটক করা হয়। পরে জানা যায় ওই ব্যক্তি রাজ্য পুলিশের কনস্টেবল। রাজ্যের এক মন্ত্রীর নিরাপত্তারক্ষীর দায়িত্বে আছেন তিনি। -আনন্দবাজার পত্রিকা
হককথা / এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

মাস্ক না পরায় মন্ত্রীর নিরাপত্তারক্ষী আটক

প্রকাশের সময় : ১২:৪৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : এবার মাস্ক না পরায় এক পুলিশকর্মীকে আটক করলো ভারতের পশ্চিমবঙ্গের দেগঙ্গা থানার পুলিশ। এ ঘটনার জেরে চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।

দেগঙ্গায় করোনার কড়া নির্দেশিকা জারি হয়েছে, আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) থেকে দফায় দফায় সপ্তাহে দুইদিন করে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মোট সাতদিন এলাকায় সমস্ত দোকানপাট হাট-বাজার বন্ধ থাকবে। আর তার প্রস্তুতি ইতিমধ্যেই নিতে শুরু করেছে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন।

গতকাল সোমবার (১৭ জানুয়ারি) দেগঙ্গার এসডিপিও সৌমজিৎ বড়ুয়া ও আইসি অজয়কুমার সিং পুলিশবাহিনী নিয়ে বেড়াচাঁপা-বাদুড়িয়া রাস্তার মোড়ে মানুষকে মাইক প্রচারের মাধ্যমে জনসচেতনতা কর্মসূচি পালন করছিলেন। সঙ্গে উপস্থিত ছিলেন দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুর রহমান।

সেই সময় ওই পুলিশকর্মী সাধারণ পোশাকে তার স্ত্রীকে মোটরবাইকে নিয়ে মাস্কবিহীন অবস্থায় যাচ্ছিলেন বলে অভিযোগ।

প্রত্যক্ষদর্শীরা বলেন, অজয় ওই মাস্কহীন পুলিশকর্মীকে দাঁড় করানোর নির্দেশ দেন। কেন তিনি মাস্ক পরেননি, তার কারণ জিজ্ঞাসা করায় পুলিশের বচসায় জড়িয়ে পড়েন ওই পুলিশকর্মী।

এরপর তাকে টেনে-হিঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হয় এবং আটক করা হয়। পরে জানা যায় ওই ব্যক্তি রাজ্য পুলিশের কনস্টেবল। রাজ্যের এক মন্ত্রীর নিরাপত্তারক্ষীর দায়িত্বে আছেন তিনি। -আনন্দবাজার পত্রিকা
হককথা / এমউএ