নিউইয়র্ক ০৩:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মস্কোকে ড্রোন দেয়ার কথা স্বীকার করলো তেহরান

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:৪৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
  • / ৩৬ বার পঠিত

প্রথমবারের মতো রাশিয়াকে ড্রোন দেয়ার স্বীকার করলো ইরান। তবে দেশটি জানিয়েছে, এসব ড্রোন ইউক্রেনে যুদ্ধ শুরুর আগেই সরবরাহ করা হয়েছে। শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান রাশিয়াকে ড্রোন দেয়ার কথা জানান। এ খবর দিয়েছে আরব নিউজ।

খবরে জানানো হয়, রাশিয়ার সুইসাইড ড্রোনের হামলায় রীতিমতো স্থবির হয়ে গেছে ইউক্রেনের জনজীবন। প্রতিদিনই একাধিক শহরের গুরুত্বপূর্ণ টার্গেটে আছড়ে পড়ছে রুশ ড্রোন। ইউক্রেন বহুদিন ধরেই অভিযোগ করে আসছে যে, ইরান থেকেই এই ড্রোন রাশিয়ায় পাঠানো হয়েছে। তবে বরাবরই সেই অভিযোগ অস্বীকার করে আসছে ইরান ও রাশিয়া। মস্কো এর আগে জানিয়েছে, এই ড্রোনগুলো তারা নিজেরাই উৎপাদন করছে। ধারণা করা হচ্ছে, ইরান থেকে নেয়া ড্রোনগুলোর প্রযুক্তি ব্যবহার করে রাশিয়া এখন একই ধরণের ড্রোন তৈরি করছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেও বিষয়টি সম্পর্কে ইঙ্গিত পাওয়া যায়। তিনি বলেন, আমরা রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের পূর্বে অল্প কিছু ড্রোন দিয়েছিলাম।

যদিও রাশিয়া এখন পর্যন্ত কয়েকশ’ ড্রোন ব্যবহার করেছে ইউক্রেনে। তেহরানে সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে রাশিয়াকে ড্রোন দেয়ার তথ্য দেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির। যদিও এর আগে ইরানের কর্মকর্তারা এমন দাবি অস্বীকার করে আসছিলেন। এমনকি এক সপ্তাহ আগেই জাতিসংঘে ইরানের দূত আমির সায়েদ রাশিয়াকে ড্রোন দেয়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, এই যুদ্ধে ইরান একদম নিরপেক্ষ।
এর আগে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো জাতিসংঘ মহাসচিবকে ইরানি ড্রোনের বিষয়টি অনুসন্ধানের আহ্বান জানান। ইরানের দেয়া ড্রোন ব্যবহার করে রাশিয়া ইউক্রেনের বেসামরিক স্থাপনায় হামলা করছে বলে অভিযোগ করে এ দেশগুলো। ইরানের সামরিক বাহিনীকেও ইদানিং নিজেদের ড্রোন নিয়ে গর্ব করতে দেখা যাচ্ছে। সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনিও নিজেদের ড্রোনের ক্ষমতার কথা বলেছেন। রাষ্ট্র সমর্থিত সমাবেশগুলোতে ইরানি ড্রোনের ছবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে অংশ নিচ্ছেন অনেকে।

 

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

মস্কোকে ড্রোন দেয়ার কথা স্বীকার করলো তেহরান

প্রকাশের সময় : ০৫:৪৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২

প্রথমবারের মতো রাশিয়াকে ড্রোন দেয়ার স্বীকার করলো ইরান। তবে দেশটি জানিয়েছে, এসব ড্রোন ইউক্রেনে যুদ্ধ শুরুর আগেই সরবরাহ করা হয়েছে। শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান রাশিয়াকে ড্রোন দেয়ার কথা জানান। এ খবর দিয়েছে আরব নিউজ।

খবরে জানানো হয়, রাশিয়ার সুইসাইড ড্রোনের হামলায় রীতিমতো স্থবির হয়ে গেছে ইউক্রেনের জনজীবন। প্রতিদিনই একাধিক শহরের গুরুত্বপূর্ণ টার্গেটে আছড়ে পড়ছে রুশ ড্রোন। ইউক্রেন বহুদিন ধরেই অভিযোগ করে আসছে যে, ইরান থেকেই এই ড্রোন রাশিয়ায় পাঠানো হয়েছে। তবে বরাবরই সেই অভিযোগ অস্বীকার করে আসছে ইরান ও রাশিয়া। মস্কো এর আগে জানিয়েছে, এই ড্রোনগুলো তারা নিজেরাই উৎপাদন করছে। ধারণা করা হচ্ছে, ইরান থেকে নেয়া ড্রোনগুলোর প্রযুক্তি ব্যবহার করে রাশিয়া এখন একই ধরণের ড্রোন তৈরি করছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেও বিষয়টি সম্পর্কে ইঙ্গিত পাওয়া যায়। তিনি বলেন, আমরা রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের পূর্বে অল্প কিছু ড্রোন দিয়েছিলাম।

যদিও রাশিয়া এখন পর্যন্ত কয়েকশ’ ড্রোন ব্যবহার করেছে ইউক্রেনে। তেহরানে সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে রাশিয়াকে ড্রোন দেয়ার তথ্য দেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির। যদিও এর আগে ইরানের কর্মকর্তারা এমন দাবি অস্বীকার করে আসছিলেন। এমনকি এক সপ্তাহ আগেই জাতিসংঘে ইরানের দূত আমির সায়েদ রাশিয়াকে ড্রোন দেয়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, এই যুদ্ধে ইরান একদম নিরপেক্ষ।
এর আগে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো জাতিসংঘ মহাসচিবকে ইরানি ড্রোনের বিষয়টি অনুসন্ধানের আহ্বান জানান। ইরানের দেয়া ড্রোন ব্যবহার করে রাশিয়া ইউক্রেনের বেসামরিক স্থাপনায় হামলা করছে বলে অভিযোগ করে এ দেশগুলো। ইরানের সামরিক বাহিনীকেও ইদানিং নিজেদের ড্রোন নিয়ে গর্ব করতে দেখা যাচ্ছে। সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনিও নিজেদের ড্রোনের ক্ষমতার কথা বলেছেন। রাষ্ট্র সমর্থিত সমাবেশগুলোতে ইরানি ড্রোনের ছবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে অংশ নিচ্ছেন অনেকে।